Health

1 year ago

প্লাস্টিকের বোতল বর্জন করে কাঁচের বোতলের ব্যবহার আদৌ নিরাপদ!

প্লাস্টিকের বোতল বর্জন করে কাঁচের বোতলের ব্যবহার আদৌ নিরাপদ!
প্লাস্টিকের বোতল বর্জন করে কাঁচের বোতলের ব্যবহার আদৌ নিরাপদ!

 

প্লাস্টিকের বোতলে জল পান অবশ্যই একটি অস্বাস্থ্যকর অভ্যাস। কিন্তু এর বদলে কাচের বোতল ব্যবহার করা কি সত্যি নিরাপদ? প্লাস্টিকের ব্যবহার নিয়ে এখন বিভিন্ন নিষেধাজ্ঞা রয়েছে। বিশেষত প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখা কিংবা খাওয়া, প্লাস্টিকের বোতলে পানীয় জল রাখা ইত্যাদি। প্লাস্টিকের বোতলে জল পান করা এড়াতে এখন অনেকেই কাচের বোতল ব্যবহার করেন। আপাত দৃষ্টিতে কাচের বোতলের ব্যবহার নিরাপদ মনে হলেও বিজ্ঞানীরা বলছেন প্রতিটা খাবার বা পানীয়র জন্য কাচের পাত্র বা বোতল সম্পূর্ণরূপে নিরাপদ নয়। বেশ কিছু কাচের বোতল রয়েছে সীসা, ক্যাডসমিয়াম, ক্রোমিয়ামের মতো উপাদান যা শারীরিক জটিলতা তৈরি করতে পারে। দীর্ঘদিন ধরে এই ধরনের পাত্রে খাবার খেলে কিংবা রোজ জল পান করলে নান শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। এমনকী কাচের বোতলের রোজ জল পান করলে ক্যানসারের মতো মারণ রোগও শরীরে বাসা বাঁধতে পারে।  বিজ্ঞানীদের মতে, ‘ফ্লিন্ট গ্লাস টাইপ ৩’ কাচের বোতলে জল পান করা সবচেয়ে বেশি নিরাপদ। সাধারণত চিকিৎসাক্ষেত্রে ‘ফ্লিন্ট গ্লাস টাইপ ৩’ কাচের তৈরি পাত্র ব্যবহার করা হয়। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহৃত কাচের বোতল এর পরিবর্তে চাইতে আপনি স্টিল কিংবা তামার পাত্রে পানীয় জল রাখতে পারেন। এটা সবচেয়ে নিরাপদ উপায়।

You might also like!