Health

1 year ago

IMA: করোনাকে ঘিরে ছড়াচ্ছে আতঙ্ক, কী বলছে IMA?

Panic is spreading around Corona, what is IMA saying?
Panic is spreading around Corona, what is IMA saying?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে  করোনা ভাইরাস। ভাইরাসের  উপরূপ 'BF.7' কে রুখতে  নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।এদেশে ইতিমাধাই নতুন ভ্যারিয়েন্টের হদিশও পাওয়া গিয়েছে । তবে আপাতত আক্রান্তদের সংখ্যা মাত্রা ছাড়ায়নি। 

আক্রান্তদের শারীরিক অবস্থা ভালো বলে জানা গিয়েছে। কিন্তু তা সত্বেও অগ্রীম সাবধানতা অবলম্বন করছে  দিল্লি (Central Government)। ফের নতুন করে একাধিক স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কিন্তু এরই মাঝে অনেকের মধ্যে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, তবে কি ফের লকডাউন হবে দেশজুড়ে?  ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন'-এর পক্ষ থেকে জানানো হয়েছে,  এখনি লকডাউনের কোনও প্রয়োজন নেই। বিশেষজ্ঞদের কথায়, চিনের মতো ভারতে লকডাউনের কোনও প্রয়োজন নেই। সেখানে ঝড়ের মত ছড়াচ্ছে সংক্রমণ। সর্ব প্রথম ২০১৯-এর ডিসেম্বরে চিন থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। কিন্তু তারপরও সচেতন হননি তাঁরা। সে দেশে টিকা প্রদান, স্বাস্থ্যবিধি কোনও কিছুই ঠিকঠাকভাবে হয়নি। যে কারণেই ফের নতুন করে মাথাচারা দিয়ে উঠেছে করোনা। এদিকে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্র সরকারের তরফ থেকে সংক্রমণ মোকাবিলায় ন্যাজাল ভ্যাকসিন (Nasal Vaccine) বা নাকে নেওয়ার টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে যা  বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে।


You might also like!