Health

1 year ago

ওজন কমাতে জিম না ভরসা রাখুন জিরের জলে

Health Tips
Health Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অসময়ে খাবার খেয়ে প্রান ওষ্ঠাগত, বা লোভে পড়ে বেশী খেয়ে ফেলেছেন! এই পরিস্থিতিতে বাড়ির লোকের টোটকা হল এক গেলাস জিরে ভেজানো জল। আবার অনেকে গোটা জিরে চিবিয়ে, সঙ্গে একটু হালকা জল খেয়ে নিতে বলেন। এই ঘরোয়া টোটকায় কিন্তু সত্যিই ম্যাজিকের মতো কাজ হয়। আপাত ভাবে পেটের রোগ সারানোর পাশাপাশি জিরের জল কিন্তু ওজন কমাতেও সাহায্য করে। 

* জিরের জলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট আছে। হজমের সমস্যা থাকলে যে জিরের জল উপকারী, সে কথা তো জানেনই। সর্বোপরি পেট ঠিক থাকলে, তার প্রভাব পড়ে আপনার বিপাক হারের উপর। 

* প্রতিদিন সকালে এক গ্লাস জিরের জল আপনার পরিপাকতন্ত্রের সামগ্রিক উন্নতি করে হজমশক্তি বাড়িয়ে তোলে। পেটের যাবতীয় সমস্যা যেমন অম্বল, গ্যাস, বদহজম, পেট ফাঁপার যম এই জিরে। 

* মন প্রাণ দিয়ে ডায়েট মেনে খাওয়াদাওয়া করলেও মাঝেমধ্যেই বাইরের খাবারের প্রতি ঝোঁক বেড়ে যায়। সে ক্ষেত্রে জিরের জল খুব ভাল। বাইরে বেরোনোর আগে এক গেলাস জিরের জল খেয়ে বেরোন, পেট ভরা থাকবে আর বাইরে খাওয়ার ইচ্ছা হবে না। 

You might also like!