Health

1 year ago

Anti Aging Diet: কুড়িতেই বুড়ি! যৌবন ধরে রাখতে খান অ্যান্টি-এজিং ফুড

Anti Aging Diet:
Anti Aging Diet:

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যৌবন ধরে রাখতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। এমন কিছু খাবার আছে যা খেলে যৌবন থাকবে অটুট। নিয়মিত ব্যায়াম, মেডিটেশনের সঙ্গে খাদ্যাভ্যাসটা ঠক থাকলেই ত্বক ভাল থাকবে। প্রতিদিনের খাবারে অ্যান্টি-অক্সিডেন্ট, হেলদি ফ্যাট, জল,মাখন এবং অন্যান্য অ্যান্টি-এজিং গুণসমৃদ্ধ খাবার রাখলেই পাবেন উপকার

অ্যান্টি-এজিং এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যে সমৃদ্ধ ব্রকলি। এতে ফাইবার, ভিটামিন সি এবং কে, ফোলেট, অ্যান্টি-অক্সিডেন্ট এবং ক্যালসিয়াম রয়েছে। শরীরে কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা ত্বকের টানটান ভাব বজায় রাখতে এবং বলিরেখা দূর করে।

অ্যাভোকাডোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে, সি, ই এবং এ। এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে। ত্বককে ময়েশ্চারাইজ করতেও সাহায্য করে অ্যাভোকাডো।

ত্বকের জন্য একটি ভাল অ্যান্টি-এজিং ফুড হল পেঁপে। এটি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। এছাড়াও, এতে ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো পুষ্টি রয়েছে।  

যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত দই খান। দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে। এছাড়াও দই ত্বককে বলিরেখা মুক্ত রাখে। তাই যৌবন ধরে রাখতে প্রতিদিন দই খান।

You might also like!