Health

11 months ago

Drinking with a straw is dangerous to health:স্ট্র দিয়ে পানীয় খেয়ে সুখটান দিচ্ছেন!অজান্তে কী কী বিপদ ডেকে আনছেন জানা আছে?

Drinking with a straw (Symbolic Picture)
Drinking with a straw (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ করোনা কালে অনেকেই স্ট্র দিয়ে নরম  পানীয় খাওয়ার দিকে একটু বেশীই আগ্রহ প্রকাশ করেন। এর পাশাপাশি এটাও ঠিক যে কোল্ড ড্রিঙ্কস হোক, বা জুস্ স্ট্র দিয়ে তাড়িয়ে তাড়িয়ে খাবার যে অনুভূতি সে স্বাদের ভাগ কিন্তু সত্যিই হবে না। কিন্তু পানীয়ের বোতল বা ক্যানে স্ট্রয়ের একটা দিক ঢুকিয়ে, পাইপের অন্য মুখটা নিয়ে সুখ-টান দেওয়ার আড়ালে আপনার শরীরের নিঃশব্দে কতটা ক্ষতি রোজ হয়ে চলেছে, জানেন কী?স্ট্র ব্যবহার আদৌ স্বাস্থ্যকর কী? জেনে নিন এর কুফল সম্পর্কে-

১। স্ট্র দিয়ে খাওয়ার সময় প্রতি বার মুখের পেশিতে অতিরিক্ত চাপ পড়ে। নিয়মিত এ রকম চাপ পড়ে চললে মুখে খুব তাড়াতাড়ি বলিরেখা তৈরি হয়। সে আপনার বয়েস যা-ই হোক না কেন!

২। পাত্রে মুখ দিয়ে পানীয় খেলে প্রত্যেক চুমুকে দাঁত ও মুখে উপস্থিত থাকা ব্যাকটেরিয়া ধুয়ে যায়। সেটা একটা উপকার। কিন্তু স্ট্র দিয়ে খেলে সেটা হয় না। উল্টে দাঁত ও মুখের ভেতরের নির্দিষ্ট জায়গায় পানীয়ের সুগার বা চিনি জমা হতে-হতে একটা সময়ের পরে দাঁতে ক্ষয় রোগ সৃষ্টি হয়।

৩। স্ট্র ব্যবহারের সময় পেটে সব সময় বাড়তি হাওয়া চলে যায়। ফলস্বরূপ, যাঁদের গ্যাসট্রিকের সমস্যা আছে, তাঁদের গ্যাসট্রিক রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে। হজমেরও নানা সমস্যা দেখা দিতে পারে।

৪। কাগজের তৈরি স্ট্র এখন প্রায় উঠেই গিয়েছে। সব প্লাস্টিকের স্ট্র। ফলে স্ট্র দিয়ে খাওয়ার সময় প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা পানীয়ের সঙ্গে মিশে যাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। যা অত্যন্ত বিপজ্জনক। এবং প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা আপনার শরীরে প্রবেশ করে পেটে গিয়ে রক্তের সঙ্গে মিশে যাচ্ছে যা অদূর ভবিষ্যতে জটিল রোগ ডেকে আনতে পারে বলে মত বিশেষজ্ঞদের। 


You might also like!