Health

1 year ago

Nut : চিনা বাদামের চমৎকারী গুন কী জানা আছে? জানতে হলে দুরন্ত বার্তার স্বাস্থ্য বিভাগটি দেখতে থাকুন

NUt
NUt

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চিনাবাদাম খেতে অনেকেই ভালবাসেন। বিকেলের স্ন্যাক্স বা গরম ভাতের সাথে চটপটা চাটনি হিসাবে অনেকেই চিনা বাদাম খেয়ে থাকেন।তবে অনেকেই চিনা বাদাম খেতে চান না ওজন বাড়ার ভয়ে , তবে এই বাদামের অনেক গুন আছে ।এই বাদামে প্রোটিন ছাড়াও অনেক ধরনের মিনারেল, ভিটামিন আছে চিনাবাদামে।

এই সকল উপাদানে অনেক ধরনের পুষ্টি থাকে যেমন ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ফাইবার, ওমেগা ৬ ফ্যাটি অ্যাসিড, পটাসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম, অনেক ভিটামিন ইত্যাদি। আসুন জেনে নেওয়া যাক নিয়মিত চিনাবাদাম খেলে কী কী উপকারিতা পাওয়া যেতে পারে ।

ওজন কমায় - যেহেতু এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার রয়েছে, তাই এটি খাওয়ার পরে দীর্ঘ সময়ের জন্য পেট ভরা থাকে । তাই চিনাবাদাম খেলে বারবার খিদে পায় না এবং সহজেই ওজন নিয়ন্ত্রণে রাখা যেতে পারে। তাই ডায়েটে চিনাবাদাম অন্তর্ভুক্ত করতে হবে , কারণ এটি অত্যন্ত উপকারী। 

পেশী শক্তিশালী করে - নিয়মিত চিনাবাদাম খেলে পেশী শক্তিশালী হবে।

ত্বকের কোমলতা – চিনাবাদাম খেলে ত্বক কোমল থাকে। শীতে যে শুষ্ক ত্বকের সমস্যা হয় তাও চলে যায়। ত্বকে চিনাবাদাম তেলও লাগাতে পারেন। এতে উপস্থিত মোনোস্যাচুরেটেড ফ্যাট ত্বকের দাগ কমায় এবং বলিরেখা, সূক্ষ্ম রেখা, কালো দাগ দূর করে। এটি একজিমা, সোরিয়াসিসের মতো ত্বকের অবস্থাও নিরাময় করে ।

You might also like!