Health

1 year ago

Holi :অ্যাডিনোর প্রভাব এবার দোলের রঙে!

holibb
holibb

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখনো করোনা রেশ সেই ভাবে কাটেনি, সেই আতঙ্ক এখনো মানুষের মনের গভীরে রয়ে গিয়েছে। তার মধ্যেই ফের নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। যার প্রকোপ বেশি পড়ছে শিশুদের উপর।

রাত পোহালেই দোল উৎসব। করোনা কালে এই উৎসব এক প্রকার বন্ধ ছিল বলা যায়! এবারও অনেকটাই একই রকম অবস্থা রং বিক্রেতাদের। রঙের বাজারে অ্যাডিনোর প্রভাব পড়েছে বলে দাবি বিক্রেতাদের।

ঘরে ঘরে জ্বর সর্দিকাশি।বসন্তকালে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে এবার নতুন করে ভয় ধরাচ্ছে অ্যাডিনো ভাইরাস।তাই রঙের উৎসব নিয়ে সাবধানতা দেখা যাচ্ছে।

অন্যান্য বছর দোলের সময় দেদার বিক্রি হয়। তবে এইবছর আবার করোনাকালের মত অবস্থা তৈরি হয়েছে। হরেক রকমের রঙের পসরা নিয়ে হাজির হয়েছেন দোকানদাররা।হোলির গেঞ্জি থেকে মুখোশ,সিলিন্ডার আবির,স্মোক আবির নানা রঙের পসরা নিয়ে সাজিয়ে বসেছেন তারা।অন্যান্য বছর দোলের আগের দিন প্রায় ৭০% জিনিস বিক্রি হয়ে যায়। কিন্তু এক ব্যবসায়ীর দাবি, এই বছর অ্যাডিনো ভাইরাসের প্রভাবে বাচ্চাদের জন্য তৈরি আবির,ভেষজ রঙ বিক্রি হয়নি। তাই দোলের আনন্দ অনেকটাই ম্লান রঙ বিক্রেতাদের মুখে।

You might also like!