Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Life Style News

2 months ago

Lifestyle news: বর্ষায় চুলে জট পড়ছে? নিম্নলিখিত টিপসগুলি মানলেই মিলবে সমাধান!

Monsoon haircare tips
Monsoon haircare tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্ষাকাল মানেই অতিরিক্ত আর্দ্রতা, বৃষ্টি ও স্যাঁতসেঁতে আবহাওয়া। এই সময়ে শরীরের পাশাপাশি চুলেরও বিশেষ যত্ন প্রয়োজন। অনেকেই এই মৌসুমে চুলের ঝরঝরে ভাব হারান। সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় চুলে জট পড়া। বৃষ্টির জলে ভিজে যাওয়া কিংবা ঘাম জমে চুল রুক্ষ হয়ে যাওয়ার কারণে চুলের গোড়ায় টান পড়ে, ফলে জট বাধে খুব সহজেই। আর এই জট ছাড়াতে গিয়ে চুল ছেঁড়া তো লেগেই থাকে, তার সঙ্গে চুল ভাঙা, রুক্ষতা, এমনকি হেয়ার ফলও শুরু হতে পারে।  তবে কিছু সহজ উপায় মেনে চললে বর্ষার জটবাঁধা চুলের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।    

১. চুল শুকনো রাখুন: বর্ষায় বাইরে বেরোলে চুল ভিজে যাওয়া প্রায় অবধারিত। ভিজে চুলে কখনওই চিরুনি  ব্যবহার করবেন না। বরং যত তাড়াতাড়ি সম্ভব চুল তোয়ালে দিয়ে মুছে শুকিয়ে নিন। চুল সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরই হালকা চিরুনি ব্যবহার করুন। 

২. চুল বাঁধার ধরনে পরিবর্তন আনুন: বর্ষাকালে খুব টাইট করে চুল বাঁধা থেকে বিরত থাকুন। এতে চুলের গোড়ায় টান পড়ে এবং জট আরও বেশি বাঁধে। ঢিলে চুল বাঁধা বা খোলা রাখলে চুলে হাওয়া চলাচল করতে পারে এবং জটের সম্ভাবনা কমে। 

৩. কন্ডিশনার ব্যবহার করুন: শ্যাম্পুর পরে অবশ্যই চুলে কন্ডিশনার লাগান। কন্ডিশনার চুলকে কোমল করে তোলে এবং জট বাঁধা থেকে রক্ষা করে। সপ্তাহে অন্তত ২ দিন চুলে হালকা প্রাকৃতিক তেল ম্যাসাজ করলে চুল আরও স্বাস্থ্যবান হয়। 

৪. সঠিক চিরুনি বেছে নিন: বর্ষাকালে চুলে জট বাঁধার সমস্যা থেকে বাঁচতে চিরুনি বেছে নেওয়াও গুরুত্বপূর্ণ। বড় দন্তযুক্ত চিরুনি ব্যবহার করুন, যা সহজে জট ছাড়াতে সাহায্য করবে। শক্ত চিরুনি ব্যবহার করলে চুল ছেঁড়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। 

৫. ঘরোয়া হেয়ার প্যাক: চুলের জট কমাতে দই, মধু, নারকেল তেল ও কলা দিয়ে ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। এই ধরনের প্যাক চুলের রুক্ষতা দূর করে এবং চুলকে মসৃণ করে তোলে। 

বর্ষার মরসুমে চুলের প্রতি একটু বেশি যত্ন নিলেই জট বাঁধা থেকে সহজে মুক্তি পাওয়া যায়। নিয়মিত চুল পরিচর্যা করলে চুল শুধু জটমুক্তই নয়, উজ্জ্বল এবং স্বাস্থ্যবানও থাকবে। 

You might also like!