Health

1 year ago

Heat and cold problem:এই ওয়েদারের কমন সমস্যা - সর্দি-গর্মির সমস্যা

Heat and cold problem: The common problem of this weather is the problem of cold and heat
Heat and cold problem: The common problem of this weather is the problem of cold and heat

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একেই করোনা আবার বাড়ছে,তারমধ্যে উষ্ণতা ৪০ ডিগ্রি। এই অবস্থায় সর্দি-গর্মি একটা কমন সমস্যা। বাচ্চা থেকে বুড়ো সকলেই নাক টানছেন। নাক দিয়ে জল পড়ছে, শুলেই নাক বন্ধ হয়ে আসছে, তার সঙ্গে কফ বেরোচ্ছে। যেহেতু এই মরশুমে ইনফ্লুয়েঞ্জা, কোভিডের মতো ভাইরাসের দাপট বেড়েছে, তাতে ঠান্ডা লাগার সংক্রমণগুলো জোরাল হয়ে উঠছে। তাই এই পরিস্থিতিতে কি করবেন ও কি করবেন না? বিশেষজনের পরামর্শ -

১) কোভিডের কারণে মাস্ক ব্যবহার করুন। এতে গরম 'লু' থেকেও নাখ-মুখকে বাঁচাতে পারবেন।

২)শরীরকে হাইড্রেড রাখার জন্য প্রচুর জল খান।

৩) একই কারণে প্রচুর জল যুক্ত ফল খেতে হবে।যেমন ডাব,তরমুজ,শশা, আঙুর ইত্যাদি।

৪) হালকা খাবার খান।

৬) খাবার তালিকায় টক দই রাখুন।

*যা করবেন না -

১) বাইরে থেকে এসে AC ঘরে ঢুকবেন না। অন্তত ১০ মিনিট ফ্যানের তলায় বসে তারপর AC ঘরে ঢুকবেন।

৩) বাইরে থেকে এসেই ঠান্ডা জল খাবেন না। এক্ষেত্রেও অন্তত ১০ মিনিট পরে খাবেন।

৪) ফ্রিজের খুব ঠান্ডা জল খাবেন না।

৫) বেশি তেল-মশলা যুক্ত খাবার এড়িয়ে চলুন।


You might also like!