Health

1 year ago

Milk Tea : দুধ দিয়ে চা খাচ্ছেন ! নিজের অজান্তে বিপদ ডেকে আনছেন না তো?

Side Effect of Milk Tea
Side Effect of Milk Tea

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  চা ছাড়া বিকেলের আড্ডা ভাবাই যায় না। ছুটির দিন হোক বা কাজের দিন। দিনভর ব্যস্ততার পরে এক কাপ চায়ে সারাদিনের শান্তি মিটে যায়। সকালটা শুরুও হয় চা  দিয়ে। আমাদের দেশে, বিশেষ করে রাজ্যে অধিকাংশ লোকেরই পছন্দ দুধ চা। কিন্তু সম্প্রতি কিছু বিশেষজ্ঞ বলছেন সন্ধেবেলা দুধ চা খাওয়া ভাল নয়। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা তেমনই বলেছেন। তাঁর মতে অনেকেই সন্ধেবেলা  দুধ চা খান। তা আদেও স্বাস্থ্যের পক্ষে ভাল নয় বলেই তাঁর মত। কেন এই কথা বলছেন তাও স্পষ্ট করে জানিয়েছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা ।

কালো চা-দুধ চা:

সাধারণ কালো চা অ্যান্টি অক্সিড্যান্টের ভরপুর। যা কোষের স্বাস্থ্য ভাল রাখে। কিন্তু ভারতীয়া মূলত দুধ চা খেয়ে থাকেন, চায়ের সঙ্গে দুধ ও চিনি মেশালে তার পুষ্টিগুণও বদলে যায়। চায়ে দুধ মেশালে চায়ের তিতকুটে ভাব কেটে যায়। স্বাদ বৃদ্ধি হয়। কিন্তু অ্যান্টি অক্সিড্যান্টের পরিমাণ কমে যায়। অনেক সময় এমন রাসায়নিক বদল হয় যাতে অম্বল সংক্রান্ত সমস্যা হতে পারে। দুধে থাকা প্রোটিন, চায়ে থাকা ফ্ল্যাভেনয়েডের সঙ্গে বিক্রিয়া করে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, সকালে যে দুধ চা খাওয়ার অভ্য়াস রয়েছে, তাতে দাঁতের স্বাস্থ্যের সমস্যা হয়, তার সঙ্গেই হজমপ্রক্রিয়াতেও বিঘ্ন ঘটায়। 


কারা সন্ধেয় চা খাবেন না:


*যাঁদের ঘুমের সমস্যা বা ইনসমনিয়া রয়েছে

*যারা উদ্বেগে ভুগছেন, স্ট্রেস রয়েছে

*যাদের ত্বক ও চুল দ্রুত শুষ্ক হয়ে যায়

*যারা ওজন বাড়ানোর চেষ্টা করছেন

*যাদের ক্ষুধামান্দ্য রয়েছে, খিদে সংক্রান্ত সমস্যা রয়েছে

*যাদের হরমোন সংক্রান্ত সমস্যা রয়েছে

*যারা কোষ্ঠকাঠিন্য, অম্বল সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন

*যাদের গ্যাস-সংক্রান্ত সমস্যা রয়েছে। হজমসংক্রান্ত সমস্যায়, অটো-ইমিউন রোগে যাঁরা ভুগছেন


যাঁদের ক্ষেত্রে সমস্যা নেই:


*যাঁরা রাতের বেলা কাজ করেন, নাইট শিফট রয়েছে

*তাঁরা ঘুম কাটাতে খেতে পারেন

*যাঁদের গ্যাস-অম্বল সংক্রান্ত সমস্যা নেই

*তাঁরা সন্ধেবেলায় চা খেতেই পারেন। যাঁদের ঘুমের কোনও সমস্যা নেই

You might also like!