Health

1 year ago

Curry leaves :চুলে পাক ধরা রোধ করতে কার্যকরী কারিপাতা

curry leaqves
curry leaqves

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কারি পাতা অ্যান্টি-অক্সিডেন্টস, বিটা ক্যারোটিন, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন ইত্যাদি সমৃদ্ধ। তাই চুলের ক্ষেত্রে কারি পাতা ব্যবহারের একাধিক উপকারিতা রয়েছে।

অকালে চুল পেকে যাওয়া রোধ করতে কারি পাতা ব্যাপক সাহায্য করে। সাধারণত সঠিক খাবার গ্রহণের অভাব, অতিরিক্ত মানসিক চাপ নেওয়া, অ্যালকোহল গ্রহণ বা বংশগত কারণে অল্প বয়সেই চুল পেকে যায়। কারি পাতায় থাকা ভিটামিন বি-এর কারণে এটি অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে। চুলে পুষ্টি ও আসল রঙ ধরে রাখতে সহায়তা করে।

চুল পড়া বন্ধ করতে অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন। কারি পাতা চুল পড়া বন্ধ করে এবং চুল পাতলা হওয়া রোধ করে। কিছু কারি পাতা দুধের সঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এটি চুলে ভালোভাবে লাগিয়ে এক-দুই ঘণ্টা অপেক্ষা করুন। পরে ভাল করে ধুয়ে ফেলুন।

কারি পাতায় অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি মাথার ত্বক ভালো রাখে। এগুলি মাথার স্ক্যাল্পে খুশকি হওয়া থেকে রক্ষা করে এবং সংক্রমণ থেকে রক্ষা করে। খুশকির সমস্যা থেকে বাঁচতে দইয়ের সাথে কারি পাতা মিশিয়ে পেস্ট তৈরি করে তা চুলে লাগিয়ে আধ ঘণ্টা রেখে ভালো করে চুল ধুয়ে নিন।

You might also like!