Health

1 year ago

Mamata Banerjee : ফের মাস্ক পরার পরামর্শ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ৬ মার্চ  : আপাতত কয়েকদিন মাস্ক ব্যবহারের পরামর্শও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারের একজনের শরীরেও থাবা বসিয়েছে এই জীবাণু। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে একথা নিজেই জানান। তবে তাঁর পরিবারের কে আক্রান্ত হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি মুখ্যমন্ত্রী।

অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক ত্রস্ত বাংলা। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমার পরিবারের একজন অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত। আমি এসব বলে বেড়াই না। কোভিডের পর একটা রিয়্যাকশন হচ্ছে। জ্বর হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। দয়া করে আতঙ্কিত হবেন না। ১৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১৩জনের কোমর্বিডিটি ছিল। ৬জনের মৃত্যু হয়েছে অ্যাডিনো ভাইরাসের কারণে।

মুখ্যমন্ত্রী বলেন, “ছোটদের আমি খুব ভালবাসি। আবার কয়েকদিন মাক্স ব্যবহার করুন। প্রয়োজনে টেলিমেডিসিনে কথা বলুন।” কোভিডকালের তুলনায় বর্তমানে স্বাস্থ্য পরিষেবা আরও অনেক উন্নত হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের খোঁচা দিয়ে তিনি বলেন, “বলা হচ্ছে এসএনসিইউ নেই। সিপিএম জমানায় জিরো ছিল। ১৩৮টি হাসপাতালে ২৪৮৬টি এসএনসিইউ রয়েছে।”

You might also like!