Health

1 year ago

Covid Vaccine : ইনকোভ্যাক কত দামে মিলবে জানিয়ে দিল ভারত বায়োটেক

Covid Vaccine
Covid Vaccine

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভারতে ইতি মধ্যেই নাকে দেওয়ার কোভিড টিকা ইনকোভ্যাক প্রস্তুত রয়েছে বাজারে আসার জন্য, এই টীকা ব্যবহারের ছাড় পত্রও মিলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এ বার সেই টিকার দাম প্রকাশ্যে এল। সংস্থাটি জানিয়েছে, এই টিকার এক একটির দাম পড়বে ৮০০ টাকা। তবে বেসরকারি হাসপাতালে এই টিকার দামের সঙ্গে ৫ শতাংশ জিএসটি যুক্ত হবে। ফলে জিএসটি নিয়ে এই টিকার দাম দাঁড়াবে ৮৪০ টাকা। 

ভারত বায়োটেক জানিয়েছে, কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি এই টিকা কিনতে পারবে ৩২৫ টাকায়। সংস্থাটি আরও জানিয়েছে, আগামী বছরের জানুয়ারির চতুর্থ সপ্তাহে বাজারে আনা হবে এই টিকা। ১৮ ঊর্ধ্বদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ইনকোভ্যাক। তবে কো-উইন পোর্টালে এখন থেকেই টিকা নেওয়ার দিনক্ষণ বুক করা যাবে। 

দেশে যখন কোভিড ভয়াবহ আকার নিয়েছিল, সেই সময় থেকেই নাকে দেওয়ার এই টিকার প্রস্তুতি শুরু করেছিল ভারত বায়োটেক। টিকার ছাড়পত্র প্রসঙ্গে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজ়রি গ্রুপ অন ইমিউনাইজেশন (এনটিএজিআই)-এর চেয়ারম্যান এন কে অরোরা “এই টিকা দেশের গবেষণার উন্নয়নের এক অন্যতম উদাহরণ। শুধু তাই নয়, এই টিকা ব্যবহার করাও খুব সহজ।”

যাঁরা আগে কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের দু’টি টিকাই নিয়েছেন, তেমন কয়েক জনের উপর বুস্টার টিকা হিসাবে ইনকোভ্যাক-এর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এই টিকা তৈরি হয়েছে। তবে এই টিকা তৈরি, নিরাপত্তা, পরীক্ষামূলক প্রয়োগ-সহ বাকি পদ্ধতির দায়িত্ব ছিল ভারত বায়োটেকের হাতেই। 


You might also like!