মাদ্রিদ, ৫ ডিসেম্বর : গত সপ্তাহের রিপ্লে। গত সপ্তাহে লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন এমবাপে, বুধবার আরও একটি পেনাল্টি মিস করলেন এমবাপে অ্যাথলেটিক বিলবাওয়ে ম্যাচে। আর এই ভুলের খেসারত দিয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারল রিয়াল মাদ্রিদ।
সান মেমেসে ২-১ গোলে হারল রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে গোল দুটি করেছেন। আলেজান্দো রেমিরো এবং গোরকা গুরুজেতা। রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র গোলটি করেছেন বেলিংহ্যাম। ২০১৫ সালের পর লিগে মাদ্রিদের বিপক্ষে বিলবাওয়ের ১৮ ম্যাচ পর প্রথম জয়।
এই হারের ফলে বার্সেলোনার সঙ্গে লিগে পয়েন্ট ব্যবধান বাড়ল ৪ মাদ্রিদের। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল।