Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Game

1 week ago

Premier League: হারলো ভিলা, চেলসি-ইউনাইটেডের ড্র

Arsenal beat Aston Villa in their Premier League match
Arsenal beat Aston Villa in their Premier League match

 

লন্ডন, ৩১ ডিসেম্বর : অ্যাস্টন ভিলাকে অবশেষে থামালো আর্সেনাল । মঙ্গলবার রাতে আর্সেনালের কাছে উড়ে গেল তারা। এদিন রাতের অন্য দুটি ম্যাচে চেলসি বোর্নেমাউথের সঙ্গে এবং ম্যানচেস্টার ইউনাইটেড ড্র করেছে ওলভসের সঙ্গে। এমিরেটস স্টেডিয়ামে ভিলার বিপক্ষে সহজ জয় পেলো আর্সেনাল। তারা ৪-১ গোলে হারালো ভিলাকে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৮তম মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহেস। প্রথম গোলের চার মিনিট পরই মার্টিন জুবিমেন্ডি গানারদের হয়ে দ্বিতীয় গোল করেন। ৬৯ মিনিটে লিয়ান্দ্রো ট্রসার্ড এবং ৭৮তম মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোল আর্সেনালের বড় জয় নিশ্চিত করে। শেষ দিকে যোগ করা সময়ে ওয়াটকিংস ভিলার হয়ে একটি গোল শোধ দেয়। এই জয়ে ৪৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল আর্সেনাল। ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাস্টন ভিলা।

আর এদিন রাতের আরেক ম্যাচে বোর্নেমাউথের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে চেলসি। ম্যাচের ষষ্ঠ মিনিটে ব্রুকসের গোলে এগিয়ে সফরকারীরা। তবে কোল পালমার ও এঞ্জো ফার্নান্দেজের গোলে লিড পেয়ে যায় চেলসি। কিন্তু প্রথমার্ধেই সমতায় ফেরে বোর্নেমাউথ। ২৭ মিনিটে জাস্টিন ক্লুইভার্টের গোল বোর্নেমাউথকে এক পয়েন্ট এনে দেয়। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে চেলসি। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ১-১ গোলে ড্র করেছে ওলভসের বিপক্ষে। গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে ৩০ পয়েন্ট নিয়ে চেলসির পরের অবস্থানে রয়েছে আমোরিমের দল।

You might also like!