দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিনি যে বাবা হতে চলেছেন তার খবর নিজেই জানিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। গত ১২ জুন আন্তঃমহাদেশীয় কাপে ভানুয়াটুর বিরুদ্ধে গোল করে বলটিকে জার্সির ভেতরে পুরে মুখে আঙুল দিয়ে দর্শকাসনের একটি বিশেষ অংশের দিকে ছুটে যান সুনীল। দেখা যায়, সে দিকে বসে রয়েছেন তাঁর স্ত্রী সোনম। স্ত্রীর উদ্দেশে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন সুনীল। পাল্টা সোনমও চুম্বন ছুড়ে দেন। ম্যাচের পর খোলসা করে সুনীল বলেন, “আমাদের পরিবার বাড়তে চলেছে। এ ভাবেই সেই ঘোষণাটা করতে চেয়েছিলাম। এই উচ্ছ্বাস অবশ্য খুবই পুরনো। অনেকেই আগে করেছে। তবু আমি এটাই করতে চেয়েছিলাম। সবার আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করছি।”
যদিও এই জার্নিটা খুব সহজ ছিল না সোনম ও সুনীলের জন্য , অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন সোনম। সেই খবরে উদ্বেগ ছড়িয়েছিল অনুরাগীদের মধ্যে। যদিও পরে ডেঙ্গি থেকে সুস্থ হয়ে ওঠেন তিনি।বৃহস্পতিবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনম ভট্টাচার্য। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছে বলে সূত্রের খবর। মেয়ে পুত্রসন্তানের জন্ম দেওয়ায় খুব খুশি দাদু সুব্রত ভট্টাচার্য। এখন বেঙ্গালুরুর একটি নার্সিংহোমে ভর্তি রয়েছেন সোনম।
উল্লেখ্য , প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর কাছে থাকবেন বলেই জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন সুনীল। ডুরান্ড কাপেও বেঙ্গালুরুর হয়ে খেলেননি তিনি। সুনীলকে বাদ দিয়েই কিংস কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় কোচ ইগর স্তিমাচ।