গঙ্গাসাগর, ৬ জানুয়ারি : ভোররাত থেকেই ঘন কুয়াশার আস্তরণ। কুয়াশা এতটাই বেশি যে, গঙ্গাসাগরে দৃশ্যমানতা কমে গেল। সোমবার ভোররাত থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল চারিদিক।
সোমবারই আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর সফর নিয়েও ব্যস্ততা তুঙ্গে। সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট এর তরফেও কন্ট্রোল রুম গড়ে তোলা হয়েছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে জোরকদমে।