রিয়াদ, ১৭ জানুয়ারি : এবার শুধু খেলোয়াড়ই নন সৌদি আরবের ক্লাব আল নাসরের আংশিক মালিকানা পেতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের এক সংবাদমাধ্যম বৃহস্পতিবার রাতে এই খবরটি জানায়। সেই সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ক্লাবটির মালিকানা স্বত্বের ৫ শতাংশ রোনাল্ডোর হাতে তুলে দিচ্ছে আল নাসর। রোনাল্ডোর নিবেদন ও মাঠে অবদানের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাবের মালিকপক্ষ। এর পাশাপাশি নতুন এক মরসুমের জন্য তিনি পাচ্ছেন ১৮ কোটি ৩০ লাখ ইউরো।
রোনাল্ডোকে দলে পেতে শুধু মালিকানা ও অর্থ নয়, তাঁর দেওয়া একটি বিশেষ শর্তও মেনে নিতে হয়েছে আল নাসরকে। রোনাল্ডো শর্ত দিয়েছেন আল নাসরের শক্তি বাড়াতে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে নেওয়ার।এর মধ্যে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর নাম।
রোনাল্ডোর সঙ্গে আল নাসরের এই নতুন চুক্তি শুধু ফুটবলের জন্য নয়, ক্রীড়া জগতের বাণিজ্যিক দিকেও এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।