শিমলা, ১৬ আগস্ট : হিমাচল প্রদেশে এবার বর্ষার বৃষ্টিতে মৃত্যু হয়েছে ২৫৭ জনের। আহতও হয়েছেন বহু মানুষ। বৃষ্টিজনিত কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাহাড়ি রাজ্যে। শনিবার হিমাচল প্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ জুন থেকে হিমাচল প্রদেশে বর্ষার তাণ্ডবে ২৫৭ জন মারা গিয়েছেন, যার মধ্যে ভূমিধস, হড়পা বান, ডুবে যাওয়া এবং বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো বৃষ্টিপাতজনিত ঘটনায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে এবং সড়ক দুর্ঘটনায় আরও ১২৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে চলমান বর্ষা মরশুমে ৩৩১ জন আহত এবং ৩৭ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গিয়েছে।
হিমাচল প্রদেশের রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে বলেছেন, "দুর্যোগ চলছে এবং সরকার নিজস্ব স্তরে কাজ করছে। আমি নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। আমি হিমাচল প্রদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ, যখন আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করছিলাম, তখন তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ছিল। এটি হিমাচলের অনন্য শক্তি, যা এই ধরনের পরিস্থিতিতে প্রশংসনীয়।"