Game

2 weeks ago

New Zealand England Test : ইংল্যান্ড চালকের আসনে, গন্ধ পাচ্ছে জয়ের

New Zealand England Test
New Zealand England Test

 

ওয়েলিংটন, ৭ ডিসেম্বর : শনিবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ড চালকের আসনে থেকে দিন শেষ করেছে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে করেছ ৩৭৮/৫ রান।


এর ফলে ইংল্যান্ড ১৫৫ রানে এগিয়ে থেকে ৫৩৩ রানে লিড নিয়েছে।


এর আগে শনিবার সকালে পাঁচ উইকেটে ৮৬/৫ রান নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ড অলআউট হয়ে গেছে ১২৫ রানে। ব্রাইডন কার্স ৪/৪৬ ও


গুস অ্যাটকিনসন ৩১ রানে ৪ উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছেন। শনিবার ইংল্যান্ডের হয়ে বেন ডাকেট (৯২) এবং জ্যাকব বেথেল (৯৬) দ্বিতীয় উইকেটে ১৮৭ রানের বিশাল পার্টনারশিপ গড়ে ৩০০ ছাড়িয়ে যায়।


রুট ও স্টোকস দুজনেই ক্রিজে অপরাজিত ৫১ রানের জুটিতে দিন শেষ করেছে ইংল্যান্ড।


You might also like!