Game

2 weeks ago

Bumrah: শুক্রবার ক্রিকেটার বুমরাহর জন্মদিন

Bumrah
Bumrah

 

কলকাতা, ৫ ডিসেম্বর : ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ফাস্ট-মিডিয়াম বোলার জসপ্রীত জসবীর সিং বুমরাহর শুক্রবার (৬ ডিসেম্বর) জন্ম গুজরাতের আহমেদাবাদে | ঘরোয়া ক্রিকেটে গুজরাত ও মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে খেলছেন জসপ্রীত বুমরাহ।

তিনি জানুয়ারি, ২০১৬ সালে অস্ট্রেলিয়া সফরকারী ভারতীয় দলের সদস্য মনোনীত হন। আঘাতপ্রাপ্ত ভুবনেশ্বর কুমারের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য তাঁর সুযোগ আসে। ২০–২০ আন্তর্জাতিক এবং একদিনের আন্তর্জাতিক দুটিতেই তাঁর অভিষেক হয় এই সফরে। ২৩ জানুয়ারি, ২০১৬ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে তিনি প্রথম খেলতে নামেন।

তিনি এশিয়ার প্রথম বোলার, যিনি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় এক ক্যালেন্ডার বর্ষে এক ইনিংসে ৫টি উইকেট নিয়েছেন। প্রথম খেলতে নেমে টেস্ট ম্যাচে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও হন তিনি।

বুমরাহ আন্তর্জাতিক ক্রিকেটে সমস্ত ফরম্যাটে ৪০০ উইকেট পূর্ণ করার জন্য শুধুমাত্র ১০তম ভারতীয় বোলার এবং দেশের ষষ্ঠ পেসার হয়েছেন।

You might also like!