কলকাতা, ৩০ এপ্রিল : বুধবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে পঞ্জাব কিংস (পিবিকেএস) এর বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এদিন তারা তৃতীয় জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে । এই মুহূর্তে চেন্নাই সুপার ৯ ম্যাচ থেকে মাত্র দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শেষ স্থানে আছে। আর পঞ্জাব কিংস ৯টি ম্যাচ থেকে ৫ টি জয় পেয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে।
টুর্নামেন্টে তাদের হেড-টু-হেড রেকর্ড:
আইপিএলে সিএসকে বনাম পিবিকেএসের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড:
খেলা ম্যাচ : ৩২টি
সিএসকে জিতেছে : ১৭টি
পিবিকেএস জিতেছে : ১৪টি
টাই: ১টি
সর্বশেষ সাক্ষাৎ: পঞ্জাব কিংস ১৮ রানে জয়ী (৮ এপ্রিল, ২০২৫)
আইপিএলে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিএসকে বনাম পিবিকেএসের মুখোমুখি লড়াইয়ের রেকর্ড :
খেলা ম্যাচ : ৮টি
সিএসকে জিতেছে : ৪টি
পিবিকেএস জিতেছে : ৩টি
টাই : ১টি
সর্বশেষ সাক্ষাৎ: পিবিকেএস ৭ উইকেটে জয়ী (১ মে, ২০২৪)
আইপিএলে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে সিএসকের রেকর্ড :
খেলা ম্যাচ : ৮০টি
জিতেছে : ৫২টি
হার : ২৭টি
টাই : ১টি
সর্বোচ্চ স্কোর – সিএসকে বনাম আরআর-এর ২৪৬/৫ (৩ এপ্রিল, ২০১০)
সর্বনিম্ন স্কোর – আরসিবির ৭০/১০ বনাম সিএসকে (২৩ মার্চ, ২০১৯)