Game

1 month ago

Botafogo : ইতিহাস গড়ে ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের বোতাফাগো বুয়েন্স

Botafogo
Botafogo

 

এইরেস, ১ ডিসেম্বর : দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অল ফাইনালে অ্যাতলেটিকো মিনেইরোকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বোতাফাগো।

শনিবার রাতে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ কোপা লিবের্তাদোরেসের ফাইনালে অ্যাতলেটিকো মিনেইরোকে ৩-১ গোলে হারিয়েছে বোতাফাগো। প্রথমবারের মতো টুর্নামেন্টটির শিরোপা জিতল বোতাফাগো। এই জয়ে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে ২০২৫ এর ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে তারা।

বোতাফগোর হয়ে গোল করেন- লুইজ হেনরিক, অ্যালেক্স তেল্লেস এবং জুনিয়র সান্তোস। মিনেইরোর পক্ষে গোল করেন এদুয়ার্দো ভার্গাস।


You might also like!