মিউনিখ, ১ ডিসেম্বর : শনিবার রাতে ডর্টমুন্ডের মাঠে ৮৫ মিনিটে জার্মান তারকা মুসিয়ালার গোলে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন। ফলে একটি পয়েন্ট পেল ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। সেই সঙ্গে ম্যাচ ড্র করে তারা বেঁচে যায় মরসুমের প্রথম হার থেকেও।
এখন ৭ পয়েন্টের ব্যবধান নিয়ে টেবিলের শীর্ষে রইল বায়ার্ন। ১২ ম্যাচে কোনো ম্যাচ না হেরে বেভারিয়ানদের পয়েন্ট ৩০। দ্বিতীয় স্থানে থাকা ফ্রাঙ্কফ্রর্টের পয়েন্ট ১১ ম্যাচে ২৩।
উল্লেখ্য,নিজেদের মাঠে লিগের আগের ৬ ম্যাচে জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্টরা।এবার বায়ার্নের কাছে পয়েন্ট হারাল নিজেদের মাঠে।