Festival and celebrations

11 months ago

Durga Puja 2023 :কিছু দিন পরই শারোদৎসব, দম ফেলার ফুরসৎ নেই শোলার অলঙ্কার কারিগরদের

Durga Puja 2023
Durga Puja 2023

 

কালিয়াগঞ্জ, ৭ অক্টোবর : আর মাত্র কয়েকদিন বাকি বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজোর। তাই মৃৎশিল্পীদের পাশাপাশি শোলার গয়না তৈরির কারিগরদেরও এখন ব্যস্ততা তুঙ্গে। প্রতিমাকে অলঙ্কারে সুসজ্জিত করার জন্য প্রয়োজনীয় শোলার অলঙ্কারের এবার প্রচুর অর্ডার এসেছে। যে কোনও উপায়ে সঠিক সময়ে অর্ডারগুলি পৌঁছে দিতেই এখন দিন-রাত এক করে ফেলেছেন কারিগররা।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের সাহাপুরের শোলার শিল্পী সুনীল মালাকার এবং তাঁর স্ত্রী মায়া মালাকার এখন তাই দিন-রাত এক করে মায়ের মূর্তি সাজাতে কাজ করে চলেছেন। এই দুই প্রবীণ দম্পতির হাতের তৈরি শোলার অলঙ্কারের চাহিদা কালিয়াগঞ্জের পাশাপাশি রাজ্যের অন্যান্য প্রান্তেও যথেষ্ট রয়েছে। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, মালদহ, শিলিগুড়ি, কোচবিহার নানা স্থান বছরের পর বছর ধরে অর্ডার পেয়ে আসছেন তাঁরা, এবারও অন্যথা হয়নি। সুনীল মালাকার বলেছেন, এটি আমাদের বংশগত কাজ। তাঁর বাবা-ঠাকুরদা সবাই এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। শুধুমাত্র কালিয়াগঞ্জ নয়, রাজ্যের নানা প্রান্তেও এমন বহু শোলার শিল্পী রয়েছেন, যাঁদের হাতে তৈরি শোলার অলঙ্কারে সেজে ওঠেন দেবীদুর্গা।

You might also like!