Festival and celebrations

11 months ago

Durga Puja 2023 : পুজোর থিমে সারোগেসি, সারোগেট মায়েদের যন্ত্রণার কথা বলবে শ্যামবাজার পল্লি সংঘ

Durga Puja 2023
Durga Puja 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারোগেসি, সারোগেট মাদার...শব্দগুলোর সঙ্গে কম-বেশি সকলেই পরিচিত । কিন্তু, ওই সারোগেট মায়েদের মধ্যে লুকিয়ে থাকা যন্ত্রণা কোনওদিন টের পেয়েছেন ? ওঁরাও তো মা, প্রসব যন্ত্রণা সহ্য করতে হয়েছে ওঁদেরও । দশ মাস, দশ দিন যে সন্তানকে ধারণের পর যখন আলাদা হয়ে যেতে হয়, তখন কেমন অনুভূতি হয় তাঁদের ? সারোগেট মায়েদের যন্ত্রণার কথাই এবার দুর্গাপুজোর থিমে তুলে ধরল শ্যামবাজারের পল্লী সংঘ ।

১৯৬০ সাল থেকে পুজো হচ্ছে শ্যামবাজারের পল্লী সংঘে । অতি স্বল্প বাজেট নিয়ে শুরু হওয়া পুজো আজ উত্তর কলকাতার বিশিষ্ট পুজোগুলির মধ্যে অন্যতম । প্রতি বছরের মতো, এবছরের পুজোর থিমেও রয়েছে সামাজিক বার্তা । এবারের থিমের নাম ‘সন্ধি’। ‘সারোগেট মাদার’ -এর নিয়ে এ বারের পুজো । মণ্ডপ সজ্জায় রয়েছেন শিল্পী সন্দীপ সাহা । প্রতিমা শিল্পী রাজেশ মণ্ডল ।

থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ । মণ্ডপের প্রবেশের মুখেই দেখা যাবে ‘মা’ বসে আছে এবং ঈগল পাখি মুখে করে তাঁর বাচ্চা নিয়ে চললে যাচ্ছে। সারগেসিও যেন তাই । ‘সারগেট মাদার’দের মানসিক যন্ত্রণাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করছে এই পুজো ।

You might also like!