Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 years ago

Celebrity Puja Fashion: পুজোর সাজে ধরা দিলেন শন ও সায়ন্তনী!

Son Banerjee and Sayantani's Pujo style statement during puja (File Picture)
Son Banerjee and Sayantani's Pujo style statement during puja (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার পুজোর কাপলদের জন্য এক অনবদ্য লুক নিয়ে এল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় ও সায়ন্তনী গুহঠাকুরতা। পুজোর চারদিন নারী এবং পুরুষেরা কিভাবে পোশাক পড়তে পারেন তার নমুনা নিয়ে হাজির হলেন এই জুটি। 


সপ্তমীর দিনে শন বেছে নিলেন মিশমিশে কালো পাঞ্জাবি ও ধুতি। এই পাঞ্জাবি পুরোপুরি তৈরি হয়েছে কটন সিল্ক কাপড়ে। হাতে বোনা তসরের ধুতিতে শেডেড লাল পাড়, তাতে হাতের কাজে সুতোর নকশা।


অপরদিকে সপ্তমীতে সায়ন্তনী পড়েছেন  হাতে বোনা, হালকা গোলাপী ও ঘিয়ের মিশেলে শেডেড কাঁথা কাজ করা শাড়ি। তসর শাড়িতে ঠাসা সুজনি-কেতায় কাঁথার কারুকাজ, সঙ্গে রয়েছে একদম একঢালা ঘিয়ে রঙের ব্লাউজ। হাতে ও কানে সোনালি ও মুক্তোর মিশেলে তৈরি গয়না। টেনে বাঁধা খোঁপায় সুন্দর করে সাজানো রয়েছে জুঁইয়ের মালা।


অষ্টমীর জন্য সায়ন্তনী বেছে নিয়েছেন হাতে বোনা তসর শাড়ির সঙ্গে একঢালা উজ্জ্বল কাঁচা হলুদ রঙের স্লিভলেস ব্লাউজ। শাড়িতে রয়েছে হাতে ব্লক প্রিন্ট করা নানা উজ্জ্বল কাজ। গলায় একটি ভারী হার। কানে  বড় মাপের দুল। খোলা এক ঢাল চুল আর স্মোকি কাজলের সাজ। 


অষ্টমীতে শন পরেছেন টকটকে লাল পাঞ্জাবি আর কালো কাঁথার কারুকাজ করা ধুতি। 


নবমীতে সায়ন্তনী পরেছেন উজ্জ্বল নীল রঙের জাম্পস্যূট। একটু পুরনো ধাঁচে চুল পাফ করে বা ফুলিয়ে সামনের দিকে বেঁধে, বাকি অংশটা খুলে রেখেছেন তিনি। কানে হালকা লম্বা দুল, আর মুখে উজ্জ্বল মিনিমালিস্টিক বাঁ ছিমছাম মেকআপ। 


শন পরেছেন হাফ হাতা সুতির শার্ট। সাদার উপর নীলের স্ট্রাইপ। সঙ্গে কালো জিন্স আর পায়ে স্নিকার্স। 


নবমীর রাতের জন্য শন পরেছেন অন্য আরেক ধরনের হাফ শার্ট। স্যাটিন কাপড়ের উজ্জ্বল সবুজ আঁকিবুঁকি প্রিন্টের এই শার্ট। 

You might also like!