Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Festival and celebrations

2 years ago

Durga Puja 2023 :পুজোর থিমে বিরাট চমক বরানগরের এই প্যান্ডেলে!

Durga Puja 2023
Durga Puja 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এ বছরের দুর্গাপুজোর অভিনব ভাবনা ফুটিয়ে তুলতে তাই এখন চলেছে জোর কদমে কাজ। বরাহনগর ফ্রেন্ডস অ্যাসোশিয়েশন তাদের ৭৫ তম বর্ষের পুজোর ভাবনায় এবার ফুটিয়ে তুলতে চলেছে থিম অর্ধনারীশ্বর।

শিল্পী মিন্টু পাল মণ্ডপে ফুটিয়ে তুলবেন গোটা পরিকল্পনা। ফাইবার মাটিফোম আর টেরাকোটার কাজ দিয়ে কুমোরটুলির শিল্পীর হাতের জাদুতে সেজে উঠছে এবারের পরিকল্পনা। আবহাওয়ার খামখেয়ালীপনায় কিছুটা হলেও সমস্যা তৈরি হলেও তা মানিয়ে নিয়েই চলছে মণ্ডপ তৈরির কাজ।

হরগৌরীর রূপকে সামনে রেখে এবারের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের অনন্য এই ভাবনায়। মণ্ডপ সজ্জায় গুহার মধ্যে দিয়েই ফুটে উঠবে দেবাদিদেবের নানা রূপ। তবে মা থাকবেন আদি সাবেকি রূপেই। দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়ার জন্য এবার পুজোয় বিশেষ ব্যবস্থাও রাখা হবে উদ্যোক্তাদের তরফ থেকে। যাতে সুষ্ঠুভাবে সুন্দর করে মানুষ গোটা মণ্ডপ দেখতে পারেন তার জন্য নানা রকমের আলোরও বন্দোবস্ত করা হবে।

পুজোর দিনগুলিতে মানুষকে আনন্দ দিতে আরও নানা ভাবনাচিন্তা রয়েছে উদ্যোক্তাদের বলেই জানা গিয়েছে।

You might also like!