আলিপুরদুয়ার, ১৯ নভেম্বর : ছটপুজো উপলক্ষ্যে আলিপুরদুয়ার জেলার এথেলবাড়িতে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে পুণ্যার্থীদের মধ্যে। ডিমডিমা নদীর ঘাটে ৪০০টি ঘাট তৈরি করা হয়েছে। রবিবার সকাল থেকেই এথেলবাড়ি চৌপতি থেকে ডিমডিমা নদীর ঘাট পর্যন্ত এশিয়ান হাইওয়েতে ধুলো জল দিয়ে ধুয়ে দেওয়ার কাজ শুরু হয়। দলে দলে স্বেচ্ছাসেবকরা কাজে নেমে পড়েন। সাফাই অভিযান চালানো হয় খগেনহাট রোডেও। এদিন এথেলবাড়িতে সকাল বেলা শেষ মুহূর্তে কেনাকাটা করেছেন পুন্যার্থীরা। মূলত ফল বিক্রি হয়েছে। ছটপুজোর জন্য ফলের দাম বেড়েছে। পুজো কমিটির সভাপতি রাজেশ সিং জানান, এথেলবাড়িতে প্রতি বছর পুণ্যার্থীর সংখ্যা বেড়েই চলেছে। মানুষের মধ্যে এই উৎসবকে ঘিরে উৎসাহ তুঙ্গে।