Festival and celebrations

11 months ago

Durga Puja 2023: মাদলের বোল আর দেবীর সাবেকিয়ানা রূপ, বালুরঘাটের চকভৃগু প্রগতি সংঘের নজর কাড়া মণ্ডপ

Durga Puja 2023
Durga Puja 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বাঁশ, কাঠ আর প্লাই দিয়ে তৈরি চোখ ধাঁধানো মণ্ডপ সজ্জা বালুরঘাটের (Balurghat) চকভৃগু প্রগতি সংঘের। চলতি বছর এই ক্লাবের ৬৪ তম বর্ষ। এবারের থিম চালচিত্র। মূলত বাঁশ, কাঠ আর প্লাই দিয়ে তৈরি এই পরিবেশ বান্ধব মণ্ডপের মাধ্যমে প্লাস্টিক বর্জনের বার্তা দেওয়া হয়েছে।

বাইরে থেকে থিমের আতিশয্য হলেও, মণ্ডপের প্রতিমায় রয়েছে সাবেকিয়ানা। এক চালা দেবী দুর্গার মূর্তি থেকে ঠিকরে বেরোচ্ছে রূপ। সঙ্গে রয়েছে মাদলের বোল। যা একেবারে অন্যরকম পরিবেশ সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার বালুরঘাটের এই মণ্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

চতুর্থীর সন্ধ্যায় এই মণ্ডপটি উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। মন্ত্রীর সঙ্গে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্য বিশিষ্টজনের।

You might also like!