Festival and celebrations

11 months ago

Durga Puja-Shantipur: ৫০০ বছরেরও বেশি পুরনো পুজোয় দেবী দুর্গা আসেন একাই

Durga Puja-Shantipur
Durga Puja-Shantipur

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই বাড়ির পুজোয় মা আসেন একা। কেবলমাত্র দেবী দুর্গার মূর্তি গড়া হয়। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্ত্তিক কারও মূর্তি থাকে না। কিন্তু কেন? উত্তর পেতে হলে জানতে হবে নদীয়ার শান্তিপুরের রায় বাড়ির ইতিহাস।

এই বাড়ির পুজোয় দেবী দুর্গার নাম কুলোমাতা৷ কথিত আছে, বহু বছর আগে মা দুর্গা লাল পাড় শাড়ি পরে এসেছিলেন এই বাড়িতে৷ মিষ্টিমুখ করেছিলেন। তারপর তিনি অদৃশ্য হয়ে যান। পরে স্বপ্নাদেশ দেন পুজো করার। সেই সময় পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই কুলোতে পুজো করা হয়েছিল।

যেহেতু মা একা এসেছিলেন এই বাড়িতে, তাই এখানে শুধু মা দুর্গার মূর্তিই গড়া হয়৷ যদিও পুরোহিত কার্ত্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকলকেই নিবেদন করেন৷ ৫০০ বছর পেরিয়ে গিয়েছে এই পুজো। এখনও স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল।


You might also like!