
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উমা ফিরে গিয়েছেন কৈলাস এবার মা লক্ষ্মীর আগমনের পালা। এবছর ২৭ অক্টোবর ঘরে ঘরে চলবে কোজাগরী লক্ষ্মীপুজো। তবে এই পুজোর দিনে ভুলেও কিছু কাজ করবেন এমন কিছু কাজ করবেন না আপনি। এবং মেনে চলুন এই নিয়মগুলি।
ভুলেও পুজোর দিন বাড়িতে কোনও আবর্জনা রাখবেন না। পুরনো অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে অনেকেই ঘর নোংরা করেন। এতে ক্রুদ্ধ হন দেবী। মেনে চলুন এই বিশেষ টিপস। আজ পুজো শুরুর আগে বাড়ির সকল আবর্জনা পরিষ্কার করে নিন।
আজ অবশ্যই আলপনা আঁকুন। লক্ষ্মী পুজোয় আলপনা দেওয়ার রীতি বহু পুরনো। আজ অবশ্যই আলপনা আঁকুন ধরে। দেবীর পায়ের নকশা করবেন। এতে দেবী আপনার গৃহে প্রবেশ করবেন।
ঘরের কোণায় আলো জ্বালান আজ। আজ বাড়ির কোনও কোণা অন্ধকার রাখবেন না। এতে দেবী অসন্তুষ্ট হন। আজ ঘরের সকল কোণায় আলো জ্বালিয়ে রাখুন। গৃহসজ্জার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলো কিনতে পারেন। যা দিয়ে বাড়ি সাজিয়ে নিন।
বাড়ির প্রবেশ দ্বারা সাজান প্রদীপ দিয়ে। আজ প্রধান দরজায় অবশ্যই রাখুন প্রদীপ। প্রবেশ দ্বারা আলোকিত রাখুন। এই স্থানে কোনও আলো লাগিয়ে নিন। প্রবেশ দ্বারে রাখার জন্য নানান নকশার আলো পাওয়া যায়। এমন একটি কিনে সাজিয়ে ফেলুন বাড়ির এই স্থান। শাস্ত্র মতে, প্রবেশ দ্বার আলোকিত থাকলে দেবী গৃহে প্রবেশ করেন। আজ গৃহ সজ্জার ক্ষেত্রে মাথায় রাখুন এই শাস্ত্র মত।
তেমনই আজ সুগন্ধী ছড়াতে ভুলবেন না। রুম ফ্রেশনার, ধূপ, অ্যারোমাথেরাপি মোমবাতি দিয়ে ঘর সাজান। এতে ঘরে পুজোর আমেজ আসবে। লক্ষ্মী পুজোর সকালে এই কাজ করতে ভুলবেন না। আপনার বাড়িতে ছোট ছোট এই কয়টি পরিবর্তন বদলে দিতে পারে পুরো বাড়ির লুক। এতে প্রসন্ন হবেন দেবী।
