Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Festival and celebrations

3 months ago

Jagannath Rath Yatra 2025:পুরীতে মহোৎসবের আবহ, জগন্নাথদেবের রথযাত্রা আজ—জেনে নিন রুট ও সময়সূচি

Festive atmosphere in Puri
Festive atmosphere in Puri

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক: পুরীতে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে বার্ষিক উৎসব। এই মহোৎসবে অংশ নিতে ইতিমধ্যেই বিপুল জনসমাগম শুরু হয়েছে।

অনুষ্ঠান নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতে প্রস্তুতি চলছে জোরকদমে। পুরীর জেলা ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ সোয়াইন এবং পুলিশ সুপার বিনীত আগরওয়াল জানিয়েছেন, জননিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

তাঁরা আরও জানান, ধর্মীয় ভাবগম্ভীরতা বজায় রেখেই যাতে অনুষ্ঠান সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই চলছে এই পরিকল্পিত প্রস্তুতি।কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে যাত্রার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরীর জেলা প্রশাসক সিদ্ধার্থ সোয়াইন এএনআইকে বলেন, "তিনটি রথকে তাদের গুন্ডিচা যাত্রার জন্য তাদের নির্ধারিত স্থানে নিয়ে আসা হয়েছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এনএসজিও এখানে উপস্থিত রয়েছে।"

আজ পুরীতে অনুষ্ঠিত হতে চলেছে মহাপ্রভু জগন্নাথের রথযাত্রা। এই উপলক্ষে পুরীতে ভক্তদের বিশাল সমাগমের সম্ভাবনা রয়েছে। সেই কারণে জননিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

পুরীর পুলিশ সুপার বিনীত আগরওয়াল জানান, “রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসাধারণের সুবিধা, ট্র্যাফিক ম্যানেজমেন্ট এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সব রকম পদক্ষেপ গৃহীত হয়েছে। কেন্দ্রীয় সংস্থারাও আমাদের সহায়তা করছে।”

তিনি আরও বলেন, “আমাদের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষে নজরদারি দল মোতায়েন রয়েছে। ড্রোন-বিরোধী ইউনিটও সক্রিয় রয়েছে। ইতিমধ্যেই তিনটি অচেনা ড্রোন নামানো হয়েছে। বন্ধুত্বপূর্ণ ড্রোন ব্যতীত অন্য কোনও ড্রোন উড়তে দেখলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

পুরী জুড়ে চলছে কঠোর নজরদারি, যাতে উৎসবের পবিত্রতা বজায় থাকে এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে।পূজা আনন্দ নামে একজন ভক্ত বলেন, “আমি মুম্বাই থেকে এসেছি। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। আমি ২০ বছর ধরে ভক্ত, কিন্তু এবারই প্রথম এখানে এসেছি। এটা একটা ঐশ্বরিক অভিজ্ঞতা... আমি রথ টানতে চাই। বছরের এই একদিন ভগবান তাঁর আবাস থেকে বেরিয়ে আসেন এবং 'জগৎ' অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডকে আশীর্বাদ করেন... সকলের এখানে এসে আশীর্বাদ চাওয়া উচিত... এখানকার আবহাওয়া খুবই মনোরম। সারা রাত বৃষ্টি হয়েছে...”

শুভ রথযাত্রা ২০২৫: গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী

গুন্ডিচা মারজানা (মন্দির পরিষ্কার): ২৬ জুন

রথযাত্রা (রথ শোভাযাত্রা): ২৭ জুন ২০২৫ (শুক্রবার)

হেরা পঞ্চমী: ১ জুলাই

বহুদা যাত্রা (ফেরত): ৪-৫ জুলাই

সুনা বেসা (সোনার পোশাক): ৫-৬ জুলাই।

নীলাদ্রি বিজয় (চূড়ান্ত প্রত্যাবর্তন): ৮ জুলাই।

জগন্নাথদেবের রথযাত্রা শুধু এক ধর্মীয় উৎসব নয়, এটি কোটি ভক্তের আবেগ ও বিশ্বাসের প্রতীক। পুরীতে প্রতিবছরের মতো এবারও ভক্তদের বিশাল সমাগমকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের তরফে নেওয়া পদক্ষেপগুলি প্রমাণ করে, এই মহোৎসব যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ পরিবেশে ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়—সেই চেষ্টাই তাঁদের অঙ্গীকার। ভক্তদের সহযোগিতা ও প্রশাসনের সজাগ দৃষ্টিই রথযাত্রাকে করে তুলবে সাফল্যমণ্ডিত।


You might also like!