Festival and celebrations

11 months ago

Durga Puja 2023: সুদূর জার্মানির ড্রেসডেনে পরম আন্তরিকতায় দুর্গোৎসবে শামিল প্রবাসীরা

Durga Puja 2023
Durga Puja 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকা মানুষগুলোরও প্রাণে দোলা লাগে আশ্বিনে। দেবী দুর্গার আবাহনের আয়োজন করেন প্রবাসী বাঙালিরা। হয়তো কলকাতার বড় বড় দুর্গাপুজোর মতো বিরাট আয়োজন হয় না, কিন্তু প্রাণের আকুতি, আন্তরিকতা একবিন্দুও কম হয় না। জার্মানির ড্রেসডেনের দুর্গোৎসবেও ধরা পড়ল সেই ছবি। কেবল বাঙালিরাই নন, প্রাণের উৎসবে মিশে গেলেন আরও অনেক কিসিমের মানুষ।

এবারে পঞ্চমবর্ষে পদার্পণ করল 'বঙ্গ উৎসব' পরিচালিত ড্রেসডেনের দুর্গাপুজো। নিউয়েস ভল্কখাউসের অডিটোরিয়ামে দুই বাংলার বাঙালিদের যৌথ উদ্যোগে মহাসমারোহে পালিত হচ্ছে এই পুজো। বাঙালিদের প্রাণের উৎসবে অংশ নিচ্ছেন ভারতের বিভিন্ন প্রদেশের মানুষ৷ আছেন স্থানীয় এশীয়রা, আছেন জার্মান এবং গ্রেট ব্রিটেনের মানুষজন।

ড্রেসডেনের পুজোয় এই বছরের সবচেয়ে বড় আকর্ষণ কুমোরটুলির শিল্পী প্রশান্ত পালের তৈরি প্রতিমা। সাত সমুদ্র তেরো নদী পারি দিয়ে মা গিয়েছেন বেঠোফেনের দেশে। প্রায় শ'পাঁচেক মানুষের জন্য পুজোর দিনগুলিতে পাত পেড়ল খিচুড়ি, তরকারির আয়োজন হয়েছে। সঙ্গে ফুচকা, ঝালমুড়ি, ঘুগনি, রসমালাই- কী নেই!

You might also like!