Festival and celebrations

11 months ago

Durga Puja 2023 : দুর্গা সপ্তমীতে উৎসবের মেজাজ বৃদ্ধি, আনন্দে মাতোয়ারা গোটা পশ্চিমবঙ্গ

Durga Puja  (File picture)
Durga Puja (File picture)

 

কলকাতা, ২১ অক্টোবর : দুর্গা সপ্তমীতে আনন্দ আরও যেন বৃদ্ধি পেল, উৎসবের মেজাজ গোটা পশ্চিমবঙ্গ। ধর্মীয় রীতি মেনে বিভিন্ন পুজো প্যান্ডেল ও বহু গৃহস্থে চলছে দেবী দুর্গার পুজো। প্যান্ডেলগুলিতে রং ও আলোকসজ্জার আয়োজন মানুষকে আকৃষ্ট করছে। সপ্তমীর সকাল থেকেই প্যান্ডেলগুলিতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছেন।

প্রকৃতপক্ষে, উৎসাহী মানুষজন তৃতীয়ার রাত অথবা তারও আগে থেকেই প্যান্ডেল-হপিং শুরু করেছেন। দুর্গাপুজো বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব এবং প্যান্ডেল ও প্রতিমার জাঁকজমক সারা বিশ্বের মানুষকে আকৃষ্ট করে। সপ্তমীর সকাল থেকেই বিভিন্ন পুজো প্যান্ডেলে ভিড় বাড়তে শুরু করেছে, যা পুজো উদ্যোক্তাদের যথেষ্ট চিন্তার মধ্যেও ফেলেছে।

You might also like!