Festival and celebrations

11 months ago

Durga Puja 2023 : দুর্গাপুজোয় দুর্যোগের সম্ভাবনা কতটা স্পষ্ট করে জানিয়ে দিল হাওয়া অফিস

Durga Puja 2023  Weather Update (Symbolic Picture)
Durga Puja 2023 Weather Update (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক সপ্তাহও বাকি নেই বাঙালির শ্রেষ্ঠোৎসবের। আজ থেকেই পুজোর উদ্বোধন শুরু বাংলায়। তবে গত কয়েকদিনের খামখেয়ালি আবহাওয়ায় চিন্তা বেড়েছিল বঙ্গবাসীর।আবহাওয়া নিয়ে যথেষ্ট চিন্তায় ছিল আপমর বাঙালি, মৌসম ভবন যে রিপোর্ট দিচ্ছে, তাতে খানিকটা হলেও নিশ্চিন্ত হতে পারে উৎসব মুখর বাঙালি। 

বয়স যাই হোক, সামর্থ্য যেমনই হোক,পুজোর চারদিন সব ভেদাভেদ ভুলে সকলে উৎসবে মেতে উঠি আমরা।কিন্তু সেই আনন্দে ভাঁটা পড়েছিল আবহাওয়ার কারনে। তবে এবার সব আশঙ্কা কাটিয়ে আবহাওয়া নিয়ে সুখবর শোনাল হাওয়া অফিস। আগামী ১০-১২ দিন বাংলায় কোনও দুর্যোগের আশঙ্কা নেই বলে জানিয়েছে তারা। দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে থাকবে ঝলমলে আকাশ। অর্থাৎ দিনে-রাতে প্যান্ডেল হপিংয়ে বৃষ্টিঅসুরের দাপটের সম্ভাবনা নেই।

মৌসম ভবনের সাপ্তাহিক যে রিপোর্ট বলছে,আগামী ১০ থেকে ১২ দিন ভারী বৃষ্টি নয় বাংলায়। শুধু তাই নয়, পুজোয় মিলবে বোনাসও। হাওয়া অফিস সে বার্তাও শুনিয়েছে। এই যে তীব্র গরম, স্বাভাবিকের থেকে উপরে সর্বোচ্চ তাপমাত্রা, সেটাও অনেকটাই কমবে।বর্তমানে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। উল্টে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা শুকনো হাওয়া ঢুকবে। উত্তর ভারত থেকে হাওয়া ঢুকবে, ফলে বঙ্গোপসাগর থেকে হাওয়া প্রবেশের পরিমাণও কমবে। ফলে ভ্যাপসা গরম যেমন কমবে, বৃষ্টির সম্ভাবনাও একেবারেই নেই।  

You might also like!