Festival and celebrations

1 year ago

Amarnath Yatra 2023 : অন্তিম দিনে বিশেষ আরতি অমরনাথ মন্দিরে, ৬২-দিনের বার্ষিক তীর্থযাত্রার সমাপ্তি

Amarnath Yatra 2023 (File Picture)
Amarnath Yatra 2023 (File Picture)

 

শ্রীনগর, ৩১ আগস্ট : দক্ষিণ কাশ্মীর হিমালয়ে পবিত্র অমরনাথ গুহার উদ্দেশ্যে ৬২-দিনের বার্ষিক তীর্থযাত্রা শ্রাবণ পূর্ণিমা ও রাখিবন্ধন উৎসবের মধ্যে দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে। এ বছর পয়লা জুলাই এই অমরনাথ যাত্রা শুরু হয়। এই সময়ে দেশের বিভিন্ন অংশ থেকে প্রায় সাড়ে চার লক্ষ পুণ্যার্থী প্রাকৃতিক ভাবে সৃষ্ট শ্রী অমরনাথ শিবলিঙ্গ দর্শন করেন ও পুজো দেন।

এ বছরের অমরনাথ যাত্রা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসন প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করেছিল। বৃহস্পতিবার অন্তিম দিনে বিশেষ আরতি ও পূজার্চনা করা হয় অমরনাথ মন্দিরে। অমরনাথ গুহা মন্দিরে চররি মোবারকের বিশেষ পূজার মাধ্যমে অমরনাথ যাত্রা শেষ হয়।


You might also like!