দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রেম করছেন কোরীয় অভিনয়শিল্পী কিম জি সিউক ও লি জু ইয়ং। কয়েক দিন ধরেই দুজনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সংবাদমাধ্যমে। বিষয়টি নিয়ে চর্চার মধ্যে আজ বুধবার দুজনের এজেন্সি প্রেমের খবরটি নিশ্চিত করেছে।কিম জি সিউকের এজেন্সি এলিয়েন কোম্পানি লিখেছে, ‘দুজনের মধ্যে খুব ভালো সময় কাটছে। আশা করছি, আপনাদের সহযোগিতা পাব।’
২০০১ সালে ‘রিও’ ব্যান্ডে সদস্য হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন কিম জি সিউক। ব্যান্ডটি ভেঙে যাওয়ার পর অভিনয়ে নাম লেখান তিনি।কিমকে ‘আই নিড রোমান্স’, ‘হোয়েন দ্য ক্যামেলিয়া ব্লুমস’সহ বেশ কয়েকটি আলোচিত কে-ড্রামায় দেখা গেছে।
মডেল হিসেবে ক্যারিয়ার শুরুর পর অভিনয়ে নাম লিখিয়েছেন লি জু ইয়ং। ‘ফ্যামিলি’, ‘টোয়েন্টি ফাইভ টোয়েন্ট ওয়ান’-এর মতো জনপ্রিয় ড্রামায় অভিনয় করেছেন লি।