দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। নৃশংস ঘটনার পর ২৬ দিন কেটেছে, প্রতিবাদে জেগে রয়েছে গোটা বাংলা। জুনিয়র ডাক্তারদের লাগাতার কর্ম বিরতিতে ভোগান্তির মুখে পড়েছেন রোগীর পরিবার। বহু অসুস্থ মানুষ হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না। এই সংকট থেকে মুক্তি পেতে এক বড় বার্তা দিলেন পরিচালক সৃজিত।
এই প্রতিবাদকে স্বাগত জানিয়ে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন তুলেছেন পরিচালক ও অভিনেতা সৃজিত মুখোপাধ্যায়। ফেসবুকে নিজের চিকিৎসক মায়ের বার্তা শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায়। তাতে লেখা রয়েছে,‘জুনিয়র ডাক্তাররা অবশ্যই তাঁদের প্রতিবাদ জারি রাখুক, তবে রিলে বেসিসে (অর্থাৎ ঘুরিয়ে ফিরেয়ে)। গরীব রোগীদের কী দোষ যাদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ্য নেই? টেলিমেডিসন সকলকে সাহায্য করতে পারবে না। সিনিয়রা সকলে সেরাটা দিয়ে চেষ্টা করছেন, কিন্তু জুনিয়রদের প্রতিস্থাপন করা তো সম্ভবপর নয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি জুনিয়র ডাক্তাররা যে কোনও হাসপাতালের মেরুদন্ড।'
সৃজিত একজন ডাক্তার মায়ের সন্তান। তাই তিনি তাঁর মায়ের অভিমত উল্লেখ করে লিখেছেন,'আমার মা আরজি করের প্রাক্তনী। তিনি এ কথা বলছেন। আমারও মনে হয়, দুর্ঘটনার কবলে পড়া রোগী কিংবা শিশুদের মতো নির্দিষ্ট ক্ষেত্রে এমনটা করাই যায়’। এই পোস্টের কমেন্ট বক্স বন্ধ রেখেছেন সৃজিত। পরিচালকের মা ডাঃ সুমিতা সরকার বাংলার চিকিৎসক সমাজের অতি পরিচিত এক নাম।