দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সদ্য মা হয়েছেন বলিউডের অন্যতম অভিনেত্রী সোনম কাপুর। ছেলের জন্মের পর খুব বেশি তাঁকে বড় পর্দায় দেখা যাচ্ছে না তাঁকে। তবে ফ্যাশন দুনিয়ায় বরাবরই ছাপ রাখেন অভিনেত্রী। এবার গণেশ চতুর্থীতে অন্য সাজে ধরা দিলেন অভিনেত্রী। মুকেশ অম্বানীদের বাড়িতে আবারও নজর কাড়ল সোনমের সাজ। পোশাকশিল্পী আবু জানির নকশা করা লাল লেহঙ্গায় সাবেক সাজে ক্যামেরাবন্দি হয়েছেন নায়িকা।
সাবেক পোশাক, সাবেক গয়নার পাশাপাশি সোনমের সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে হাতে-পায়ে আলতার নকশা। সাধারণত পুজো-পার্বন কিংবা কোনও শুভ অনুষ্ঠানে ভারতীয় বধূরা আলতা পরেন। তবে ইদানীং মহিলাদের মধ্যে আলতা পরার চল কমেছে। আগে বিয়ের অনুষ্ঠানে বাঙালি কনেদের হাতে আলতার নকশা চোখে পড়ত। তা এখন অতীত। অম্বানীদের পুজোর অনুষ্ঠানে সোনমের লাল পোশাকের সঙ্গে আলতার মেলবন্ধন পুরনো ঐতিহ্যকে আবার ফিরিয়ে এনেছে বলে মনে করছে ফ্যাশন দুনিয়া।