Entertainment

8 months ago

Snigdhajit Bhowmik: ‘ইয়ে খুদা’ গেয়ে রোষের মুখে স্নিগ্ধজিৎ! সমাজ মাধ্যমে আবেগঘন পোস্ট গায়কের

Snigdhajit Bhowmik (File Picture)
Snigdhajit Bhowmik (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জি বাংলার সা রে গা মা পা-এর উজ্জ্বল নক্ষত্র স্নিগ্ধজিৎ ভৌমিক। যার গান মুগ্ধ করেছেন বহু শ্রোতাদের। গতকাল রামলালা-র প্রাণপ্রতিষ্ঠা হল অযোধ্যায়। সেই উপলক্ষে সারা দেশ ব্যাপী চলল উন্মাদনা। তবে গান গাইতে গিয়ে বুনিয়াদপুরের এই ছেলের কণ্ঠ থেকে বেরিয়ে এল অরিজিৎ সিং-এর জনপ্রিয় গান ‘ইয়ে খুদা’। এরপরই চরম রোষের মুখে পড়তে হল তাঁকে।

সোমবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করে স্নিগ্ধজিৎ লেখেন, ‘ভয় লাগছে’। ফেসবুকের দেওয়ালে সকলের কাছে ক্ষমা চেয়ে স্নিগ্ধজিৎ লিখেছেন, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' এই উক্তিটি কি ভুল হয়ে গেলো?’

এর সাথে স্নিগ্ধজিত-এর সংযোজন, 'আমি একজন শিল্পী, আর শিল্পীর মনে হয় জাত পাত দেখে গান গাওয়া উচিৎ নয়, শিল্পীরা কি হিন্দু মুসলিম দেখে গান গাইবে? শিল্পীর কাছে আল্লাহ-ঈশ্বর-ভগবান কি আলাদা? একই অনুষ্ঠানে আমি আযান দিয়ে ‘পাল তুলে দে, মন আমার কেমন কেমন করে’ ও গেয়েছি আবার ‘হরে কৃষ্ণ হরে রাম’ ও গেয়েছি সবাই সমানভাবে আনন্দ করেছে। সব জায়গায় নিজেকে উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি, সময়ের চেয়ে বেশি পারফর্ম করেছি, সবার আশীর্বাদ ভালোবাসা পেয়েছি অনেক বেশী পেয়েছি, পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে অপর প্রান্ত গান গেয়ে বেরিয়েছি কোনোদিন কোথাও কারোর থেকে কোনো কটুকথা শুনতে হয়নি বা অপমান পাইনি বরং সবাই অনেক বেশি সম্মান ও ভালবাসা দিয়েছে। কিন্তু আজ নিজের খুব লজ্জা লাগছে, ভয় লাগছে , আজ মঞ্চে অরিজিৎ সিং দার 'ইয়ে খুদা' গানটা গাওয়ার জন্য মঞ্চ থেকে নেমে যেতে বলা হলো? এত এত জায়গায় এই গানটা গেয়েছি কোথাও তো এরম হয়নি, আজ কেনো এরম হলো? আজ অনুষ্ঠানে তো আমি ‘রাম ভজন’ ও গেয়েছিলাম, ‘জয় শ্রী রাম’ ও বলেছিলাম, নিরপেক্ষ ভাবে বলেছি, মনের আনন্দে বলেছি , সমস্ত দর্শকবন্ধুরা সেই আনন্দে সামিল হয়েছে, তবে কি গুরুজন শ্রী চণ্ডীদাসের ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ এই উক্তিটি ভুল হয়ে গেলো? কিছু ভুল বললে ক্ষমা করবে সবাই, বাকি সবাই তোমাদের মতামত জানিও'। তবে কোথায় এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন স্নিগ্ধজিৎ, তা উল্লেখ করেননি তিনি।

You might also like!