Entertainment

3 months ago

Sanam Teri Kasam 2:আসছে 'সনম তেরি কসম 2', ফের জুটিতে দেখা যাবে হর্ষবর্ধন-মাওরাকে?

Sanam Teri Kasam 2
Sanam Teri Kasam 2

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  প্রতীক্ষার অবসান ৷ রোমান্টিক হিট ছবি 'সনম তেরি কসম'-এর সিক্যুয়েলের ঘোষণা করেছেন নির্মাতারা ৷ এপিক লাভ স্টোরি ও মনের রাখার মতো গান দিয়ে তৈরি সনম তেরি কসম ছবিতে জুটি হিসাবে দর্শক পেয়েছিলেন হর্ষবর্ধন রানে ও পাকিস্তানি অভিনেতা মাওরা হোচনেকে ৷ সিক্যুয়েলে হর্ষবর্ধনের সঙ্গে মাওরাকে কী দেখা যাবে কৌতুহল অনুরাগীদের ৷রাধিকা রাও-বিনয় সাপুরু পরিচালিত এই ছবিতে একদিকে যেমন পর্দায় সারু ও ইন্দরের জুটি দর্শকদের মন জয় করে নেয় তেমনই ছবির প্রতিটি গান আজও সমাদৃত ৷ ছবির জনপ্রিয় গানের তালিকায় প্রথম সারিতে রাখতেই হয় 'তু খিচ মেরি ফটো'-কে ৷ ফলে ছবির সিক্যুয়েলের ঘোষণার সঙ্গে সঙ্গে দর্শকদের আগ্রহ তুঙ্গে ৷ যদিও সোশাল মিডিয়ায় মিলিছে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া ৷

অনেক নেটিজেন হতাশা প্রকাশ করেছেন ৷ কারণ ছবিতে হর্ষবর্ধন আছেন এই বিষয় কনফার্ম হলেও মাওরা আছেন কি না, তা জানা যায়নি ৷ ফলে পাকিস্তানি অভিনেত্রীকে ফিরিয়ে আনার আবদার উঠেছে নেটপাড়ায় ৷ এক অনুরাগী লিখেছেন, "সনম তেরি কসম অভিনেত্রী মাওরাকে ছাড়া অসম্ভব ৷" আবার কেউ লিখেছেন, "এই ছবি অসম্পূর্ণ থেকে যাবে যদি নির্মাতারা মাওরাকে ফিরিয়ে না আনেন ৷"

অনুরাগীদের এই আবদার যদি নির্মাতারা শোনেন তাহলে ফের একবার রূপোলি পর্দায় মাওরা-হর্ষবর্ধনকে দেখার জন্য দর্শকরা হলমুখী হবেন তা নিঃসন্দেহে বলা যায় ৷ পাশাপাশি, প্রথম পার্টে গানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ৷ অনুরাগীদের দাবি, এবারও যেন সেই গানের প্রতি বিশেষ মনোযোগ দেন নির্মাতারা ৷ সেখানে মিঠুন ও অঙ্কিত তিওয়ারির মতো সঙ্গীত পরিচালককে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন নেটিজেনরা ৷ এখন অপেক্ষা, 'সনম তেরি কসম 2' ছবিতে শেষপর্যন্ত কাস্টিংয়ে দেখা যায় কোন কোন অভিনেতা-অভিনেত্রীকে ৷


You might also like!