Entertainment

4 months ago

Raima Sen:নারী নির্মাতাদের সঙ্গে কাজ করতে বেশি স্বচ্ছন্দ রাইমা

Raima Sen
Raima Sen

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘আলিয়া বসু গায়েব হ্যায়’ ছবির মাধ্যমে আবার বড় পর্দায় আসতে চলেছেন অভিনেত্রী রাইমা সেন। ছবিটি পরিচালনা করেছেন প্রীতি সিং। গত বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তি অনুষ্ঠানে রাইমা কথা বলেন নারী পরিচালকদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে।

প্রীতি সিং পরিচালিত ছবিতে রাইমা সেন ছাড়া আছেন বিনয় পাঠক, সেলিম দিওয়ান। এই সার্ভাইভাল থ্রিলারধর্মী ছবিতে রাইমা সম্পূর্ণ অন্য রূপে ধরা দিতে চলেছেন। ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইমা সেন, বিনয় পাঠক, সেলিম দিওয়ান, অনিল শর্মা (‘গদার’ পরিচালক), পরিচালক প্রীতি সিংসহ আরও অনেকে। এই ছবিতে কাজের সুযোগ পেয়ে দারুণ উৎফুল্ল রাইমা।

অভিনেত্রী বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে এ ধরনের থ্রিলারধর্মী ছবির জন্য অপেক্ষায় ছিলাম। এই ছবির গল্প আমাকে আকর্ষণ করেছে। “আলিয়া বসু গায়েব হ্যায়” ছবিতে এই প্রথম আমি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সুযোগ পেয়েছি। আগে কখনো অ্যাকশন করিনি। তাই আমি বেশি খুশি। ছবিটির চিত্রনাট্য খুবই দুর্দান্ত।

এই ছবির দ্বিতীয় ভাগে দারুণ চমক আছে। আর বিনয় পাঠকের মতো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সেলিমের সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি। তবে এই ছবির চিত্রনাট্য ও অ্যাকশন আমাকে ছবিটি করতে বেশি উৎসাহিত করেছে।’নারী পরিচালকদের সঙ্গে কাজ করার প্রসঙ্গে রাইমা জানান, ‘আমি এই প্রথম কোনো নারী পরিচালকের সঙ্গে কাজ করছি, তা নয়। এর আগে আমি অপর্ণা সেন, রীমা কাগতি, চূর্ণী গঙ্গোপাধ্যায়সহ আরও অনেক নারী পরিচালকের পরিচালনায় অভিনয় করেছি। নারী পরিচালকদের সঙ্গে কাজ করতে আমি বেশি স্বচ্ছন্দ।এর কারণ, তাঁদের সঙ্গে যেকোনো কথা ভাগ করে নিতে পারি। আমার কোনো ব্যক্তিগত সমস্যা হলেও আমি তা ওনাদের বলতে পারি। পুরুষ পরিচালকদের সঙ্গে তা আমি পারি না। প্রীতি ও অন্য নারী পরিচালকেরা আমার কাছে অনেক বেশি অভিভাবকের মতো।

তাঁরা সব সময় আমাকে আগলে রেখেছেন। আমার খেয়াল রেখেছেন। পুরুষ নির্মাতারাও দুর্দান্ত। কিন্তু নারীরা একটু বেশি মাত্রায় যত্নশীল। আমি কোনো ধরনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, তা ওনারা বেশি উপলব্ধি করতে পারেন। এমনকি প্রীতি আমার বদমেজাজও সহ্য করে নিয়েছেন। অনেক পুরুষই তা পারেন না (সশব্দ হেসে)।’‘আলিয়া বসু গায়েব হ্যায়’ ছবিটি ৯ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।


You might also like!