দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আক্রান্ত অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। গাড়ির জানলায় ঘুঁষি মেরে কাচ ভেঙে দেওয়ার অভিযোগ এক বাইক আরোহীর বিরুদ্ধে। অভিনেত্রী জানিয়েছেন, পুলিশের হাতে ধরাও পড়েছে অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে শুক্রবার দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউতে। ফেসবুক লাইভে এসে অভিনেত্রী জানিয়েছেন, পুলিশ এসে তাঁকে গাড়ি থেকে উদ্ধার করেছে।
আরজি কর কাণ্ডে কলকাতা শহর জুড়ে প্রতিবাদ চলছে। ১৪ দিন কেটে গেলেও এখনও বিচার হয়নি। এই নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্ট। এরই মাঝে দক্ষিণ কলকাতায় রাস্তায় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের সঙ্গে এই ঘটনা ফের নতুন করে প্রশ্ন তুলে দিল। ফেসবুক লাইভে এসে অভিনেত্রী বলেন, "আমি ২৭এ সাদার্ন অ্যাভিনিউয়ের সামনে। কলকাতা শহরে এত প্রতিবাদ হচ্ছে। তার মধ্যেই একটি মেয়ের ন্যূনতম নিরাপত্তা নেই। ছেলেটা আমার গাড়ির কাছে এসে জানলা খুলতে বলে। শ্লীলতাহানির ভয়ে আমি গাড়ির কাঁচ নামায়নি। এরপরই ছেলেটি এসে গাড়ির জানলায় ঘুঁষি মেরে কাঁচ ভেঙে দেয়। পুলিশ এসে আমাকে উদ্ধার করে। আমার গাড়ির ভিতর থেকে বের হতে ভয় লাগছে। কলকাতা শহরে এটাই মেয়েদের নিরাপত্তা।"