দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ১৫ই আগস্ট ,৭৮ তম স্বাধীনতা দিবসের দিনই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র 'স্ত্রী ২'। মুক্তির আগেই ছবির ৪০ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তাই স্বাভাবিকভাবেই এই ছবি যে, বক্সঅফিসে ঝড় তুলবে তা এক প্রকার বোঝাই যাচ্ছিল।
মুক্তির দিনেই ছবির আয় দাঁড়াল ৫৪.৩৫ কোটি টাকা। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম অংশ। রহস্য রোমাঞ্চকর এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা রাজকুমার রাও এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এছাড়াও অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী, অপশক্তি খুরানা সহ অন্যান্যরা।
অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী 2 ‘ নিয়ে প্রথম থেকেই দর্শকদের
মধ্যে তুমুল উন্মাদনা ছিল। ছবির প্রথম সিক্যুয়েলে জানানো হয়নি যে, রহস্যময়ী স্ত্রী
আসলে কে? শ্রদ্ধা কাপুর নাকি অন্য কেউ? অবশেষে স্ত্রী 2-তে মিলবে সেই উত্তর।
প্রাথমিক অনুমান অনুসারে, ১৪ আগস্ট বুধবার বিশেষ উদ্বোধনী
প্রিমিয়ার থেকে ফিল্মটি ৮ কোটি রুপি আয় করেছাল এবং তারপরে আনুষ্ঠানিক প্রকাশের দিনে
৪৬ কোটি রুপি আয় করেছিল, যা ‘কালকি 2898 এডি
‘ এবং ‘ ফাইটার ‘ এর মতো আগের ব্লকবাস্টারগুলিকে ছাপিয়ে গেছে। মুক্তির দিনে ‘কল্কি’
ভারতে চারটি ভাষায় ৯৫ কোটি রুপি আয় করেছিল, এবং ‘ফাইটার’ ২৪.৬০ কোটি রুপি আয় করেছিল
।
অন্যদিকে এই দিন অক্ষয় কুমারের ‘খেল খেল মে’ এবং জন আব্রাহামের ‘বেদা’ ছবিটিও মুক্তি পেয়েছে।