Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Entertainment

11 months ago

Nora Fatehi on the topic Feminism: ‘বাবা-মায়ের বিচ্ছেদ নিজের চোখে দেখেছি’, নারীবাদদের নিন্দা করে বললেন কি অভিনেত্রী- নৃত্যশিল্পী নোরা ফাতেহি?

Nora Fatehi speaks about the proper meaning of Feminism
Nora Fatehi speaks about the proper meaning of Feminism

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নারীবাদ নিয়ে মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন অভিনেত্রী নোরা ফাতেহি। প্রায় কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে নারীবাদের জন্যই সমাজ রসাতলে গিয়েছে। কোনো নারী নিজেয় ইচ্ছায় বিয়ে করছেন না, সন্তানধারণ করছেন না ইত্যাদি বিষয়টিকে খূব সমালোচনা করেছিলেন নোরা। ফের সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী। নোরার দাবি, তাঁর কথার সারমর্ম কেউ বোঝেননি যদিও তাঁর নিজস্ব মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।


নোরা আরো জানিয়েছেন, যাঁরা সত্যিকারের নারীবাদী অথবা যাঁরা মহিলাদের অধিকার নিয়ে সোচ্চার, তাঁদের জন্য এই মন্তব্য নয় বলে জানান নোরা। তাঁর মন্তব্যের নিশানায় আদতে ছিল পশ্চিমের দেশগুলির ‘তথাকথিত নারীবাদ’। নোরা বলেন, “একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, এই সমস্যা ভারতের নয়। আমরা এখনও সংস্কৃতি ও মর্যাদার কদর করি। কিন্তু পশ্চিমের দেশে এমন বহু মানুষ আছেন, যাঁরা মনে করেন একাই সব কিছু করা যায়। এমনকি একাই সন্তানধারণ ও তার লালন পালন করা যায় বলে তাঁরা মনে করেন। অবশ্যই সেটা করা যায়। কিন্তু এই বিষয়টিকে এত উৎসাহ দেওয়ার তো দরকার নেই। বরং বাবা, মা, সন্তান মিলে তৈরি পরিবারের কাঠামোকে উৎসাহ দেওয়া উচিত।” 


নোরা জানান যে নিজের অভিজ্ঞতা থেকেই এই মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, “আমার পরিবারেও ডিভোর্স হয়েছে। আমার যখন ১০-১১ বছর বয়স, তখন আমার বাবা-মায়ের ডিভোর্স হয়ে যায়। Single Mother হওয়ার নেতিবাচক দিকগুলি আমি নিজের চোখে দেখেছি।” তাই বাবা-মা দু’জনের একত্রিত ছায়ায় সন্তান বেড়ে উঠবে এমন পরিবার সমর্থন করেন তিনি। 


You might also like!