দুরন্ত বার্তা ডেস্কঃ- এর আগে বিতর্কে উঠে এসেছিল পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত ‘দ্য কেরালা স্টোরি। সেই সাথে ‘দ্য কাশ্মীর ফাইলস’নিয়েও কম জল ঘোলা হয়নি। তবে বিতর্ক থাকলেও এই দুই সিনেমা দর্শক মহলে বেশ জায়গা করে নিয়েছিল। দুটি ছবির মূল বিষয়টি নিয়ে সকলের আপত্তি থাকা সত্ত্বেও বক্স অফিস-এ দুটো ছবিই ঝড় তুলেছিল। গত বছর মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ছবিটি বক্স অফিসে মোট ৩৫০ কোটি টাকার বেশি কালেকশন করেছিল। অন্যদিকে চলতি বছরে মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’নামক ছবিটিও ২০০ কোটি টাকা বেশি কালেকশন করেছে। এবার সেই বিতর্কের ঝড় থামতে না থামতেই আবারও বিতর্কে জায়গা করে নিল ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল!’
এবার কাশ্মীর ও কেরালার রাজনৈতিক অবস্থা নিয়ে ছবি নির্মাণের পর এবার পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা নিয়ে উঠে এল এক ছবি। বেশ কিছু দিন আগেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিটির নাম হল ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’। পরিচালক সানোজ মিশ্র -এর এই ছবিতে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। ছবির ট্রেলারেই দেখা গিয়েছে যে কীভাবে এ রাজ্যে সংখ্যালঘুদের বিশেষ সুবিধা দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ নিতে চান না এই রাজ্যেই পুলিশেরা। তবে এখানেই শেষ নয়, দুর্গাপুজোর বিসর্জনের পর মহরমের হবে বলে একবার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। সেই ঘটনাও দেখানো হয়েছে ট্রেলারে। পশ্চিমবঙ্গকে দ্বিতীয় কাশ্মীর বলা হয়েছে ট্রেলারে। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বাংলায় সিএএ, এনআরসি প্রয়োগের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছিলেন। সেই দৃশ্যও দেখানো হয়েছে এখানে। আর এই ছবির ট্রেলার সামনে আসতেই পরিচালককেনোটিশ পাঠানো হয়েছিল পুলিশের তরফে। সূত্রের খবর, সেই নোটিশটি পাঠানো হয়েছে আমহার্স্ট স্ট্রিট থানার তরফে। ভারতীয় দণ্ডবিধির ১২০বি/ ১৫৩এ/ ৫০১/ ৫০৪/ ৫০৫/ ২৯৫এ ধারা-সহ আরও বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের হয়েছিল এই ছবির নির্মাতার বিরুদ্ধে।
এই ছবির ট্রেলারে‘খেলা হবে’স্লোগান শোনা গিয়েছিল । এই ছবি প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন ,‘‘ এটা বিকৃত, প্ররোচনামূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বাংলার ডায়েরি হলে তাতে সাম্প্রতিক অতীতে রাজ্য ‘দুয়ারে সরকার’, ‘কন্যাশ্রী’র মতো যে সব বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, তার উল্লেখ নেই কেন?’’তবে এই সব জটিলতা কাটিয়ে উঠে অবশেষে বড় পর্দায় আগামী ৩০ অগাস্ট মুক্তি পেতে চলেছে ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল!’