Entertainment

4 months ago

Janhvi Kapoor:চরিত্রের প্রয়োজনে যে কাজটি কখনো করবেন না জাহ্নবী

Janhvi Kapoor
Janhvi Kapoor

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওজন কমানো-বাড়ানো থেকে শুরু করে চরিত্রের প্রয়োজনে কত কিছুই তো করতে হয় শিল্পীদের। তবে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর জানিয়েছেন, অনেক কিছুতে আপত্তি না থাকলেও পর্দায় একটি কাজ তিনি কখনোই করবেন না। কারণ, এ কাজটি করতে তাঁকে নিষেধ করেছেন তাঁর মা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। খবর হিন্দুস্তান টাইমসের

জাহ্নবীকে প্রশ্ন করা হয়, এমন কোনো কাজ আছে যা তিনি ছবির জন্যও কখনোই করবেন না? উত্তরে অভিনেত্রী জানান, চরিত্রের প্রয়োজন হলেও কখনোই মস্তক মুণ্ডন করবেন না। চরিত্রের জন্য কাঁধের হাড়ে বড় চোট পেয়েছিলেন জাহ্নবী।

রক্তপাতও হয়েছে। কিন্তু কখনোই সাধের চুল কেটে ফেলতে পারবেন না। আর তার বড় কারণ হলো, অভিনেত্রীর মা অর্থাৎ শ্রীদেবী নাকি মেয়ের লম্বা চুল খুব পছন্দ করতেন।জাহ্নবী সাক্ষাৎকারে বলেন, ‘এখন তো প্রযুক্তির মাধ্যমেই ন্যাড়া মাথা দেখানো যায়। আমি কাজ করতে গিয়ে কাঁধে চোট পেয়েছি। রক্তপাত হয়েছে। হাড় ভেঙেছে। নিজের ওপর নানা রকমের অত্যাচার করেছি। কিন্তু সব চুল কেটে ন্যাড়া হতে পারব না আমি।’ মুক্তি পেতে চলেছে জাহ্নবীর আসন্ন ছবি ‘উলঝ’।

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এমনকি “উলঝ”-এর জন্য পরিচালক আমাকে ছোট করে চুল কাটতে বলেছিলেন। আমি কাটিনি। এটা নিয়ে পরিচালকের সঙ্গে বিস্তর আলোচনাও হয়েছিল।’চুল ছোট করে কাটার জন্য মায়ের কাছে বকুনিও খেয়েছিলেন জাহ্নবী। অভিনেত্রী বলেন, ‘মনে আছে, “ধড়ক” ছবির সময় আমি চুল কেটেছিলাম বলে মা খুব বকেছিল।কড়া নির্দেশ ছিল মায়ের, কোনো চরিত্রের জন্যই আমি যেন চুল না কাটি। আমার চুল নিয়ে মায়ের খুব গর্ব ছিল। তাই আমি কখনোই চুল ছোট করে কাটব না।’

You might also like!