Entertainment

1 day ago

Neha Kakkar: ৬ বছরের ছোট স্বামী রোহনপ্রীতের সঙ্গে কি সম্পর্কের ফাটল? নেহার ‘নির্বাসন’ ঘোষণা নেটপাড়ায় ভাইরাল

Rohanpreet Singh and Neha Kakkar
Rohanpreet Singh and Neha Kakkar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সোমবার হঠাৎ করেই মিউজিক ইন্ডাস্ট্রির ভক্তদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করলেন গায়িকা নেহা কক্কর। ইনস্টাগ্রামে এক আবেগপ্রবণ পোস্টের মাধ্যমে তিনি ঘোষণা করলেন,“সবকিছু থেকে বিরতি নেওয়ার কথা ভাবছি। আর কোনওদিন ফিরব কিনা জানি না!” গায়িকার এই বক্তব্য ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে নেট পাড়ায়। পাশাপাশি, গায়িকার ডিভোর্স বা ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন ওঠে। আর এহেন জল্পনা শুরু হতেই ড্যামেজ কন্ট্রোল করতে ময়দানে নামলেন নেহা কক্কর। 


ইনস্টাগ্রামে  নেহা কক্কর লেখেন,  “দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। এই মুহূর্তে বিরতি নেওয়া ছাড়া আর কিছু ভাবতে পারছি না। আদৌ আর কোনওদিন ফিরব কিনা আমি নিশ্চিত নই।” তবে এখানেই থামেননি তিনি, পরবর্তী পোস্টে গায়িকা লেখেন,  “পাপারাজ্জি এবং অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এইসময়ে আমাকে কেউ ক্যামেরাবন্দি করবেন না। আশা করি আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দেবেন। কোনও ক্যামেরা নয়, প্লিজ! এটা আমার অনুরোধ। আমার শান্তির জন্য আপনারা অন্তত আমাকে এটুকু রেহাই দিতেই পারেন।” এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে নেহা ব্যক্তিগত এবং মানসিক শান্তির জন্য সাময়িকভাবে ‘নির্বাসনে’ যেতে চাইছেন। কিন্তু আচমকা এহেন সিদ্ধান্ত কেন? এই নিয়েই সৃষ্টি হয়েছে ধোঁয়াশা! একাংশের অনুমান, নেহা-রোহনপ্রীত সম্ভবত এবার বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন, সেকারণেই ভেঙে পড়েছেন গায়িকা! আদৌ কি তাই? 



তবে এদিন নিন্দুকদের উদ্দেশ্য জবাবের সুরে নেহা বলেন, “দয়া করে আমার স্বামী আর পরিবারকে এই সবকিছুর মধ্যে জড়াবেন না। আমার স্বামী নিরীহ। আমার চেনা গণ্ডিতে আমার পরিবারের মানুষেরাই নিষ্পাপ। এবং আমি আজ যা কিছু, সেটা শুধুমাত্র ওরা পাশে ছিল বলেই সম্ভব হয়েছে।” গায়িকা আরও জানান, “আমি আসলে অন্য কিছু মানুষ এবং এই সিস্টেমের উপর ক্ষুব্ধ। আশা করি আপনারা এটা বুঝবেন এবং এবং আমার স্বামী-পরিবারকে এই চর্চা থেকে দূরে রাখবেন।” এহেন আবেগপ্রবণ পোস্ট দেখে এনেকেই জানতে চেয়েছিলেন এটা কি নেহা কক্করের নতুন ‘পাবলিসিটি স্টান্ট’? কটাক্ষের মুখে নেহার সাফাই, “আমি স্বীকার করছি যে, সোশাল মিডিয়ায় এত আবেগপ্রবণ হওয়া উচিত হয়নি আমার। আমার মানসিক অবস্থার জন্যেই আমি পোস্টগুলি করেছিলাম। তবে এত উদ্বেগ সৃষ্টি করার জন্য আমি দুঃখিত।” 

You might also like!