
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জলপাইগুড়ির ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ করিমুল হকের অসুস্থতার খবর শোনা মাত্রই উদ্বিগ্ন হয়েছেন তারকা-সাংসদ দেব। সম্প্রতি দেব ঘোষণা করেছিলেন, করিমুল হকের জীবনকাহিনী পর্দায় তুলে ধরা হবে, এবং ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সেই পোষ্টার। তবে সেই আনন্দের মাঝে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় করিমুল হককে।
সূত্রের খবর অনুযায়ী, জরুরি অবস্থায় তাঁকে হাসপাতাল ভর্তি করা হয় এবং অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে করিমুল হক আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। চিকিৎসকেরা তাকে উঠে বসার অনুমতি দিয়েছেন। মঙ্গলবার বিকেলে দেব হাসপাতালে গিয়ে করিমুল হকের সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ সময় কাটান। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব লিখেছেন, “দ্রুত সুস্থ হয়ে ওঠো করিমদা। তোমার জন্য প্রার্থনা জানাচ্ছি। তুমিই তো আমাদের বাস্তবের অ্যাম্বুল্যান্স দাদা।”
করিমুল হক জলপাইগুড়ির রাজাডাঙার ধলাবাড়ি গ্রামের বাসিন্দা। বহু বছর ধরে তিনি প্রান্তিক এলাকায় বাস করা রোগীদের চিকিৎসার জন্য নিজের বাইককেই অ্যাম্বুল্যান্সের মতো ব্যবহার করেছেন। মুমুর্ষু রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার এই সমাজসেবার কারণে ২০১৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। প্রসঙ্গত, ২০২০ সালে তাঁর বায়োপিক তৈরির খবর শোনা গিয়েছিল। ছবির প্রযোজক দেব পরিচালক বিনয় মুদ্গলের কাছ থেকে স্বত্ব কিনে নিয়েছেন এবং প্রধান চরিত্রে নিজেই অভিনয় করবেন। চলতি বছরের আগস্টে ছবিটি মুক্তি পাবে, যেখানে বাংলার এই সমাজসেবীর অনন্য কাহিনী সিনেপর্দায় ফুটে উঠবে।
